লাইফ ষ্টাইল ডেস্ক : সুন্দর ঠোঁট কোনও মানুষের হাসি ও সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয়। কারোর মুখে চোখের পর যে অঙ্গটি সবচেয়ে বেশি নজর কাড়ে, তা হল ঠোঁট। তবে ঠোঁট শুধু সৌন্দর্য বৃদ্ধিতেই সহায়ক নয়। বরং এর মাধ্যমে কোনও মানুষের স্বভাব, ব্যক্তিত্ব ও দোষ-গুণ সম্পর্কেও জানা যায়।
শরীরের বিভিন্ন অংশের আকার দেখে মানুষটি কেমন, সে বিষয়ে অনেক কিছুই বলে দেওয়া যায়। হাত, পা, আঙুল প্রভৃতি দেখে যে রকম একটি মানুষের সম্বন্ধে বলা যায় সে রকম ঠোঁট দেখেও নারীদের অনেক কিছু স্বভাব বৈশিষ্ট্য জানা যায়।
চলুন দেখে নেওয়া যাক ঠোঁটের আকার অনুযায়ী কোন নারী কেমন।
যে নারীদের ঠোঁট মোটা হয়, তাঁরা রাগী স্বভাবের হয়ে থাকেন। মাঝে মধ্যে অত্যন্ত আবেগ প্রবণ হয়ে পড়েন এই ঠোঁটের নারীরা। তবে এঁরা জেদি স্বভাবের হন। মন অশান্ত থাকে। পাশাপাশি ধৈর্যের অভাব দেখা দেয়।
যাদের ঠোঁটের আকার একটু পাতলা ধরনের হয় তারা একটু শান্ত প্রকৃতির হয় এবং বেশি চেঁচামেচি, হৈ হুল্লোড় একদম পছন্দ করে না। বেশির ভাগ সময় একাকী থাকতে চায়। নিজের মনের গোপন কথা কারও সঙ্গে ভাগ করতে চায় না। এদের মধ্যে যতই গুণ থাক না কেন সকলের সামনে নিজের গুণ জাহির করতে একদমই পছন্দ করে না।
হার্ট শেপ বা হৃদয় আকৃতির ঠোঁটের নারীরা হন নির্ভীক। যে কোন সিদ্ধান্ত গ্রহণে তাঁরা উৎসাহী, সাহসী। তাঁরা গ্ল্যামারাস, ছোট ছোট বিষয়কে গুরুত্ব দেন।
টেইলর সুইফটের মতো কিউপিডস বো ঠোঁটের অধিকারীরা সৃজনশীল হন। তাঁদের স্মৃতিশক্তি হয় খুব প্রখর। মানুষের নাম আর চেহারা মনে রাখার ব্যাপারে তাঁদের নামডাক আছে। তাঁরা ট্রু–ব্লু পারফেকশনিস্ট!
কোনও ব্যক্তির ঠোঁটের আকৃতি সাধারণের চেয়ে বড় হলে এমন ব্যক্তি ধর্মের দিকে ঝুঁকে থাকেন। ধর্মীয় প্রবৃত্তি হন এমন নারীরা।
কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:১৪