বিনোদন ডেস্ক : অভিনেত্রী পরীমনির অভিভাবক হিসেবে সবসময় দৃশ্যমান ছিলেন তার নানা শামসুল হক গাজী। শতবর্ষী এ স্বজন গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মারা গেছেন। কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এই পায়েস নানার মিলাদে বানানো হচ্ছে, কিন্তু নানা খেতে পারবেন না। আর এতেই পরীমনি আফসোস করছেন। লিখেছেন, মিলাদে আজ নানুর পছন্দের পায়েস বানানো হচ্ছে। নানু আমাকে আর পায়েস করতে বলবে না। ছোটবেলায় মায়ের মৃত্যুর পর নানার কাছে বড় হয়েছেন পরীমণি। পরবর্তীতে ঢাকার শোবিজ অঙ্গনে পা রাখলে তার সঙ্গে চলে আসেন শামসুল হক গাজীও।a
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:২৮