স্পোর্টস ডেস্ক : ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের আঁচ শুধু দেশ দুটিতেই নয়, বরং এর প্রভাব পড়েছে বিশ্বের বহুদেশেই। পাকিস্তান তার মধ্যে অন্যতম। এমনকি সম্প্রতি সমাপ্ত ভারত বিশ্বকাপের বেশ কিছু ম্যাচেও কয়েকজন সমর্থকের হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ড দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজম খানকে এ জন্য ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। আজম খানের সব ব্যাটেই প্যালেস্টাইনের পতাকার স্টিকার রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। রোববার জাতীয় টি-২০ টুর্নামেন্টে লাহোর ব্লুজের বিরুদ্ধে খেলতে নামে করাচি ওয়াইটস। এদিন করাচির হয়ে ব্যাট হাতে ৩৫ রান করেন আজম খান। তবে তার ব্যাটে ফিলিস্তিনের পতাকার স্টিকার দেখে তাকে তলব করেন ম্যাচ রেফারি মোহাম্মদ জাভেদ। শেষ পর্যন্ত তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়।
জিও নিউজ এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলেছে, এর আগেও এমন ব্যাট নিয়ে মাঠে নামতে আজম খানকে বারণ করা হয়েছিল। কারণ এটা আইসিসির আচরণবিধি লঙ্ঘন করছে। এমনকি তার সব ব্যাটেই এমন স্টিকার রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, পোশাক ও সরঞ্জাম বিধি লঙ্ঘন করার জন্য আজম খানকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এর আগে বিশ্বকাপ চলাকালীন ক্রিকেট মাঠে গোটা পাকিস্তান ক্রিকেট দল সমর্থন জানিয়েছিল ফিলিস্তিনকে। শুধু পাকিস্তানের ক্রিকেটার নয়, এ তালিকায় ছিলেন ইংল্যান্ড ক্রিকেট টিমের তারকা পিঞ্চ হিটার ব্যাটার মঈন আলীও।
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০৮