শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ‘আবদুল হাকীম তাপাদার একজন প্রজ্ঞাবান ও দূরদর্শী লেখক ছিলেন, যা তার লেখনীতে ফুটে উঠেছে। প্রত্যন্ত মফস্বলে বাস করলেও জ্ঞানচর্চায় তিনি ছিলেন একজন অগ্রসর মানুষ। এজন্যে দেখা যায়, বিভিন্ন দুর্লভ গ্রন্থের প্রথম সংস্করণের বইও তার সংগ্রহে রয়েছে। শারিরীক অসুস্থতাসহ নানা প্রতিকুলতার মধ্যেও তার দশটি বইয়ের প্রকাশনা সামাজিক দায়বদ্ধতার এক মহতী প্রকাশ।সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বিশিষ্ট কলামিস্ট, শিক্ষাবিদ, সাংবাদিক আবদুল হাকীম তাপাদার স্মরণসভায় মুখ্য আলোচকের বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আবদুল কাদের তাপাদার একথা বলেন।
গত নগরীর জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের ২৬৩তম সাহিত্য আসরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সাইক্লোনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আবদুল বাতিন ফয়সল। সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, কানাইঘাট সাহিত্য সংসদের সভাপতি কবি সরওয়ার ফারুকী, আলোর অন্বেষণ-এর সভাপতি সাজন আহমদ সাজু এবং স্বাগত বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল।সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় সভায় লেখাপাঠে অংশ নেন ছড়াকার আতাউর রহমান বঙ্গী, কবি কামাল আহমদ, শিল্পী কুবাদ চৌধুরী রুবেল। সঙ্গীত পরিবেশন করেন প্রভাষক বিমান বিহারী বিশ্বাস।
কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৩,/সকাল ১১:২১