জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড ১০নং আলুটিলাস্থ সেন্ট প্যাট্রিক আলুটিলা জুনিয়র হাই স্কুলের ব্যাটারী চোরাই চক্রের ৩ জন গ্রেফতারসহ ব্যাটারী উদ্ধার করেছেন থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামীরা হলেন- মোঃ শামীম (২০), মোঃ নয়ন (১৮) ও মোঃ আলাউদ্দিন (৪৮) মাটিরাঙ্গা থানা পুলিশ জানান, ০৩/০৯/২০২৩ খ্রিঃ সকাল ০৯.০০ ঘটিকায় স্কুলের অফিস সহকারী দিপু রঞ্জন ত্রিপুরা (২৭) স্কুলে আসিয়া স্কুলের অফিস রুম খোলার সময় স্কুলের অফিস কক্ষের রুমের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান এবং অফিস কক্ষের ভিতরে প্রবেশ করিয়া দেখিন যে,
স্কুলের অফিস কক্ষের ভিতরে থাকা ০১(এক) টি ৮০ ওয়াটের SAIF POWER ব্যাটারী, যার মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা যথাস্থানে নাই আলুটিলাস্থ সেন্ট প্যাট্রিক আলুটিলা জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক রুবেল ত্রিপুরা বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় এসে উল্লেক্ষিত চুরির ঘটনায় মামলা রুজু করলে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার) বিষয়টি অবগত হন এবং তার তাৎক্ষনিক দিক-নির্দেশেনায় মাটিরাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল করিম ও সঙ্গীয় র্ফোসসহ মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মামলা রজুর ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করা হয়।
এবং তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে। খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, খাগড়াছড়ি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সকল প্রকার আইনগত পুলিশি কার্যক্রম অব্যাহত থাকবে।
কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১০:৪০