বিনোদন ডেস্ক : বলিউডে নেহার প্রথম গভীর প্রেম হয় গায়ক হিমাংশুর সঙ্গে। কিন্তু এক সময় তাদের প্রেমের সম্পর্কে আসে বিচ্ছেদের সুর। হিমাংশুর সাথে যখন নেহার বিচ্ছেদ হয় তখন গায়িকা এতটাই ভেঙে পড়েছিলেন যে, এক রিয়েলিটি শো তে নেহা তার প্রাক্তন প্রেমিক হিমাংশুর নাম শুনেই ভীষণ কান্না করেছিলেন। ওই সময় নেহাকে সান্ত্বনা দেন বলি অভিনেত্রী শিল্পা শেঠি।
শিল্পা নেহাকে বলেন, সেলিব্রিটিরা যত সমস্যায়ই থাকুক না কেন তা ক্যামেরার সামনে প্রকাশ করতে নেই। তাদের এতো সহজে ভেঙ্গে পড়তেও হয় না। শিল্পা শেঠি এখন রাজ কুন্দ্রের ঘরনী হলেও এক সময় বলি তারকা অক্ষয় কুমারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অক্ষয়ের সঙ্গে শিল্পার প্রেমের সম্পর্কও টেকেনি। ব্রেকআপের ওই সময় শিল্পাও বেশ ভেঙে পড়েছিলেন। তবে নিজেকে সামলিয়ে স্বামী, সংসার নিয়ে এখন বেশ আছেন অভিনেত্রী।
অন্যদিকে নেহাকে হিমাংশু ছেড়ে গেলেও নেহার জীবনে একটা সময় আসে রোহান প্রীতের উপস্থিতি। সাক পাকে বাঁধা পড়েন এ জুটি। তারাও এখন বেশ আছেন। যে গেছে সে ভালোর জন্যই গেছে এমনটাই প্রমাণ করেছেন নেহা আর শিল্পা।যে মন ভাঙ্গে তাকে নয় বরং ভাঙ্গা মনকে ভালোবাসা আর যত্ন দিয়ে জোড়া লাগিয়ে তাতে আবার প্রাণ ফিরিয়ে আনতে পারে এমন মানষকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন দুই ভুবনের এই দুই নারী তারকা।
কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০৮