স্পোর্টস ডেস্ক : প্রথমবার বিশ্বকাপ ফাইনালে উঠেই শিরোপা জিতেছে স্পেন। নিঃসন্দেহে দেশটির ফুটবলের অন্যতম বড় মুহূর্ত এটি। তাই ফুটবলারদের মতোই তুমুল উচ্ছ্বসিত ছিলেন দেশটির ফুটবলে নিয়ন্ত্রক সংস্থার প্রধান লুইস রুবিয়ালেস।
লুইস রুবিয়ালেসের উচ্ছ্বসিত হওয়ার যথেষ্টই কারণ ছিল। তবে শিরোপা উদযাপনের রাতে তার বেশকিছু কর্মকাণ্ডে সমালোচনা শুরু হয়েছে। দলীয় উদযাপনের মধ্যে বারবার ঢুকে যাওয়া, লকার রুমে বেফাঁস মন্তব্য করা ছাড়াও পুরষ্কার বিতরণী মঞ্চে অদ্ভূত এক আচরণ করেছেন তিনি।
পুরস্কার বিতরণী মঞ্চে পদক নিতে আসা স্প্যানিশ মিডফিল্ডার হেনিফার হারমোসোকে একটু বেশি সময় জড়িয়ে ধরে রেখেছিলেন রুবিয়ালেস। এরপর সেই মঞ্চেই তার ঠোঁটে চুমু দেন স্প্যানিশ বোর্ড প্রধান। বিশ্বকাপের পুরষ্কার বিতরণী মঞ্চে স্পেনের বোর্ড প্রধানের এমন কাণ্ড মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিষয়টা ‘ভালো লাগেনি’ বলে মন্তব্য করেছিলেন হারমোসো। কিন্তু পরবর্তীতে সেই বক্তব্য থেকে ফিরে আসেন তিনি। স্পেন বিশ্বকাপ ট্রফি নিয়ে লকার রুমে যাওয়ার পর ইনস্টাগ্রামের এক লাইভে হারমোসো বলেন, ‘আমার এটা ভালো লাগেনি। তখন আপনি কী করেছিলেন, স্প্যানিশ ফরোয়ার্ডকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওখানে আমার কী করার ছিল?’
এ বিষয়টি নিয়ে পরে আরও কথা উঠলে রুবিয়ালেস বেশ ক্ষিপ্ত হন। রেডিও মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হেনির সঙ্গে চুমু? সবখানেই ইডিয়ট আছে। যখন দুজন মানুষের কোনো গুরুত্ব ছাড়াই স্নেহপূর্ণ মুহূর্ত থাকে, তখন আমরা নির্বোধদের কথায় কান দিতে পারি না। আমরা চ্যাম্পিয়ন, আমি এটা নিয়েই আছি।’
ইনস্টাগ্রাম লাইভে এক রকম কথা বললেও হারমোসো পরবর্তীতে তার বক্তব্য পরিবর্তন করেন। বোর্ড প্রেসিডেন্টের এই আচরণকে ‘স্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন তিনি, ‘বিশ্বকাপ জয়ের অপরিসীম আনন্দের কারণে এটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত পারস্পরিক অঙ্গভঙ্গি। প্রেসিডেন্ট এবং আমার মধ্যে ভালো সম্পর্ক আছে। আমাদের সবার প্রতিই তাঁর আচরণ অনুকরণীয় এবং এটি ছিল স্নেহ ও কৃতজ্ঞতার স্বাভাবিক প্রকাশ।’
বিষয়টি আরও ডালপালা ছড়িয়েছে রুবিয়ালেসের আরেক কান্ডে। সালমা পারাল্লুয়েলার একটি লাইভ ভিডিওতে দেখা গেছে, নারীদের ড্রেসিংরুমে গিয়েছিলেন তিনি। সেখানে খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, খেলোয়াড়দের জন্য ইবিজায় একটি ভ্রমণের ব্যবস্থা করবে ফেডারেশন এবং সেখানে হেরমোসোকে বিয়ে করবেন তিনি। তবে এই বিষয়ে হারমোসোর এজেন্ট এবং স্প্যানিশ ফুটবল ফেডারশনের মিডিয়া কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও তেমন কিছু জানা যায়নি।
কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০০