বিনোদন ডেস্ক : রোববার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে চরকির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়, আগামী ২৪ আগস্ট ওটিটিতে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’।
ওই পোস্টে লেখা হয়, ২৪ আগস্ট চরকিতে আসছে বছরের সবচেয়ে বড় সুপারহিট রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’-এর এক্সটেন্ডেড ভার্সন! এখনো দাপটের সঙ্গে প্রেক্ষাগৃহে চলছে ‘সুড়ঙ্গ’। মুক্তির অষ্টম সপ্তাহে এসেও স্টার সিনেপ্লেক্সের ছয় শাখায় ১০টি শোসহ ঢাকা ও ঢাকার বাইরে ১৬ প্রেক্ষাগৃহে চলছে। রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নিশো। তার বিপরীতে আছেন তমা মির্জা।
কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৫৪