ডেস্ক নিউজ : অস্ট্রেলিয়ার সিডনিতে জাতীয় শোক দিবসের এক আলোচনায় তিনি এ অভিযোগ করেন। রোববার (২০ আগস্ট) অস্ট্রেলিয়ার বঙ্গবন্ধু পরিষদ এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। মন্ত্রী বলেন, দেশে ও বিদেশে যারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারাই পরিকল্পিতভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করেছে। এখনও তারা বাংলাদেশকে পাকিস্তান স্টাইলের রাষ্ট্রে বানাতে ষড়যন্ত্র করছে।
রেজাউল করিম বলেন, ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন দেশে ভুল তথ্য প্রচার করছে। বাংলাদেশ সরকার সম্পর্কে খারাপ ধারণা দেয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের ভিত্তি রচনাকারী দল আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চলছে।
এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসী বাঙালিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রণিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা, দুঃসময়ে এমনকি বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য কমিশন গঠনের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। ফলে বাংলাদেশের জন্ম, উত্থান, স্বাধীনতার প্রাপ্তি এবং আজকের বাংলাদেশ এ সবকিছুতেই প্রবাসীদের ভূমিকা অনন্য, অসাধারণ। আগামীতেও প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
শেখ হাসিনার সরকার ক্ষমতায় না থাকলে দেশের ক্ষতি হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনাকে বাদ দিয়ে আলাদা কিছু ভাবার অবকাশ নেই। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে, অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হবে। আবার দুর্নীতিতে শীর্ষে চলে যাবে।
অস্ট্রেলিয়ার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী এবং সিডনিস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শাখাওয়াৎ হোসেন। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার সভাপতি ড. সিরাজুল হক আলোচনা সভায় বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন অস্ট্রেলিয়ার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. প্রদীপ রায়হান।
কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৫৪