আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক ব্যক্তিকে মদের সঙ্গে তেলাপোকা মারা বিষ মিশিয়ে খাওয়ানোয় এক মার্কিন নারী গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার ভেরোনিকা ক্লাইন (২৯) নামের ওই নারীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খাবার ও পানীয়তে বিষ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে।
ফক্স নিউজ ও ডেইলি মেইল জানিয়েছে, একটি পানশালায় ক্লাইনের সঙ্গে দেখা হয় ভুক্তভোগীর। সেখানে মদ্যপান করার পর ক্লাইন তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। বাড়িতে পৌঁছে আরও দুইবার মদ্যপান করেন ভুক্তভোগী। এরপর তিনি অসুস্থ বোধ করলে ক্লাইন জানান, তিনি মদের গ্লাসে তেলাপোকা মারার স্প্রে মিশিয়ে দিয়েছেন। অসুস্থ হয়ে প্রায় ৩০ মিনিট বমি করেন ভুক্তভোগী। পরে সাহায্য চেয়ে জরুরি সেবায় ফোন দেন।
ভোর সাড়ে ৪টার দিকে ডেলিওন স্প্রিংসের হুইলার স্ট্রিটের বাসভবনে পৌঁছায় পুলিশ সদস্যরা। পরে কর্মকর্তাদের কাছে জবানবন্দি দেওয়ার সময় তিনি নতুন করে অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৪০