স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি প্রথমবারের মতো কাছ থেকে দেখলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কোকা-কোলার বিশ্ব ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে ঢাকায় পৌঁছায় বহুল কাঙ্ক্ষিত ট্রফিটি। ট্রফি বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালও। ঐতিহাসিক ট্রফি দেখে আবেগাপ্লুত অধিনায়ক আশা প্রকাশ করেছেন, এই অনুপ্রেরণায় বাংলাদেশের নতুন প্রজন্ম বিশ্বকাপে নিজেদের একটি অধ্যায় লিখতে পারবে।
গণমাধ্যমকে জামাল বলেন, ‘সত্যি বলতে বিশ্বকাপ ট্রফি দেখার অভিজ্ঞতা ছিল দারুণ। টিভিতে আগেও অনেকবার দেখেছি, কিন্তু সামনে থেকে এই প্রথম। ভাবতাম ট্রফিটা ছোট, কিন্তু কাছ থেকে দেখে বুঝলাম এটা আসলে অনেক বড়। ওজন প্রায় চার কেজি, আর খাঁটি স্বর্ণের, জানতে পেরে আরও ভালো লেগেছে।’
এবার নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি। জামালের বিশ্বাস, ট্রফির এই উপস্থিতি দেশের বর্তমান ও আগামীর ফুটবলারদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠবে। তিনি বলেন, ‘যারা ফুটবলার হতে চায়, কঠোর পরিশ্রম করছে, এই ট্রফি তাদের জন্য শক্ত অনুপ্রেরণা হবে। আমি মনে করি, নতুন প্রজন্ম বিশ্বকাপে একটা অধ্যায় লিখতে পারে।’
অনুষ্ঠানে ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো সিলভার সঙ্গেও কথা বলেন জামাল। সে সময় নিজের ব্রাজিল-প্রীতির কথাও তুলে ধরেন তিনি। জামাল বলেন, ‘শৈশব থেকে আমি ব্রাজিলকে অনুসরণ করেছি। আমার প্রথম প্রিয় খেলোয়াড় ছিলেন রোনালদো নাজারিও। ২০০২ সালের ব্রাজিল দল রোনালদো, রিভালদো, রোনালদিনিয়ো, গিলবার্তো, আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছিল। ‘
তবে বিশ্বকাপ জয়ের প্রশ্নে জন্মভূমির কথাও ভুললেন না বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন,’এখন আমি চাই ডেনমার্ক জিতুক। যদি ডেনমার্ক না পারে, তাহলে ব্রাজিল পারুক।’
কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:১৬