আন্তর্জাতিক ডেস্ক : মুদ্রাস্ফীতির কবলে বিপর্যস্ত শ্রীলঙ্কা ও পাকিস্তানের কথা মানুষ এখনও ভোলেনি। কিন্তু এর উল্টো দৃশ্য চীনে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের মূল্য সমস্য এখন মুদ্রাহ্রাস। অর্থাৎ টাকার মূল্য প্রয়োজনের চেয়ে বেড়েছে, যার ফলে কমে যাচ্ছে নিত্যপণ্যের দাম।
এমন পরিস্থিতিতে আশঙ্কায় রয়েছে বিশ্ব অর্থনীতি। কেননা বেজিংয়ের এই সংকটের ছায়ার কবলে পড়তে পারে অন্য দেশগুলোও। অনেকের মনে হতে পারে, নিত্যপণ্যের দাম কমলে সাধারণ নাগরিকদের সুবিধা হওয়ার কথা। কিন্তু আসলে তা নয়। চীনের নাগরিকদের মধ্যে এখন কমছে কেনাকাটার প্রবণতা।
আসলে প্রয়োজনের চেয়েও বেশি হয়েছে উৎপাদন। মানুষও সঞ্চয়ের দিকে বেশি ঝুঁকছে। ফলে সংকটে পড়ে হাঁসফাঁস করছে শি জিনপিং প্রশাসন। গত ডিসেম্বরেই ‘জিরো কোভিড’ নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন জিনপিং। সেই সময় চীনের বিশেষজ্ঞরা দাবি করেন, আবারও গর্জে উঠবে বেইজিং, যার আঁচ টের পাবে বিশ্ব অর্থনীতিও। কিন্তু ঘটল তার ঠিক বিপরীত। সরকারি হিসাব বলছে, গত জুলাইয়ে চীনে ১৪ শতাংশেরও বেশি রপ্তানি কমেছে। একই হাল আমদানি খাতেও।
কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৫০