শুরুতে সকলে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশনের পর টুর্নামেন্টের ৬ষ্ঠ দিনের খেলাটি কিক অফের মাধ্যমে শুভ উদ্বোধন করেন, খেলা পরিচালনা কমিটির অন্যতম আয়োজক ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম দুলাল মৃধা, সাথে ছিলেন মনিয়ন্দ ফুটবল একাদশের সাবেক সফল অধিনায়ক মোঃ রুবেল চৌধুরী। এলাকার যুব সমাজের সর্বাত্মক সহযোগিতায় টুর্নামেন্টের এই খেলায় নিজেদের প্রথম ম্যাচে অংশগ্রহণ করেন, ধরখার ফ্রেন্ডস ক্লাব ফুটবল দল বনাম ধর্মনগর ফুটবল একাদশ। নকআউট সিস্টেম টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়। ধর্মনগর ও ধরখার ফ্রেন্ডস ক্লাবের মধ্যকার উভয় দলের খেলোয়াড়দের নৈপুণ্যময় ও টানটান উত্তেজনাপূর্ণ খেলাটি দেখে মুগ্ধ হোন মাঠে থাকা হাজারো দর্শক ও সমর্থক।আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলতে থাকা খেলায় গোল করার জন্য উভয় দলই বেশ কয়েকটি সুযোগ পেয়ে যায়, কয়েক দফা সুযোগ পেয়েও ভাগ্যে না থাকাই গোল নামক সোনার হরিণ ধরতে ব্যর্থ হয় ধরখার ফ্রেন্ড ক্লাব ফুটবল দল। প্রথমার্ধের শেষ মুহূর্তে ধর্মনগর ফুটবল একাদশের আক্রমণ ভাগের খেলোয়াড় মোঃ শাকিলের দেওয়া একমাত্র গোলে ১-০ গোলে জয় পায় ধর্মনগর ফুটবল একাদশ। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও তাদেরকে খেলাধুলায় আরো বেশি মনোযোগী করতেই এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটি।খেলা শেষে ম্যাচের একমাত্র গোলদাতা মোঃ শাকিলের হাতে ম্যান অফ দ্যা ম্যাচ তুলে দেন উপস্থিত অতিথিরা। জানা গেছে টুর্নামেন্টের পরবর্তী খেলা সোমবার কসবা ফুটবল একাদশ বনাম টানমান্দাইল ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।