মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ‘বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে চাই, সংলাপ ও সমঝোতা’, ‘রক্তপাত নয় সংলাপ চাই’, ‘সংঘাত উন্নয়নের পরিপন্থী’ সহ বিভিন্ন শ্লোগানের মধ্য দিয়ে শহরের জেলা পরিষদ মিলনায়তন (টাউন হল) এর সামনে জয়পুরহাট-বগুড়া সড়কে সুজন জয়পুরহাট জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।শনিবার সকাল ১১ টায় বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি জেলা সুজন সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সংহতি প্রকাশ করে অতিথির বক্তব্য প্রদান করেন, জেলার বিশিষ্ট শিক্ষাবীদ, জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি অধ্যাপক (অবঃ) মোঃ আমিনুর রহমান বকুল, বম্বু ইউপি সদস্য ও সদর থানার জাপার সভাপতি মোঃ লোকমান হোসেন, জেলা সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাবুদ্দিন, সুজন সদস্য আলাল মাহমুদ, মিথিলা খাতুন প্রমুখ।বক্তাগণ রাজনৈতিক সংকট নিরসনে সরকার ও ক্ষমতাসীন দলকেই সমঝোতার উদ্যোগ গ্রহণের উদাত্ত আহবানও তাদের বক্তব্যে জানান।
কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৪৩