স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিকে প্রশংসায় ভাসিয়েছেন সদ্যই ক্রিকেটকে বিদায় বলা ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। আফ্রিদিকে নিজের অন্যতম প্রিয় বোলার হিসেবে উল্লেখ করেছেন তিনি। আর এর কারণ শাহিনের আগ্রাসন।
শাহিন এখন খেলছেন ইংল্যান্ডের দ্য হানড্রেডে। অ্যাশেজ শেষে এই আসরে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ব্রড।
শাহিন খেলছেন ওয়েলস ফায়ারের হয়ে। গত বুধবার নিজের অভিষেক ম্যাচে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে প্রথম দুই বলেই উইকেট তুলে নেন এই বাঁহাতি ফাস্ট বোলার। সাউদার্ন ব্রেভের বিপক্ষে গত রাতে নিয়েছেন ১ উইকেট।
এ বছরের শুরুতে টি-টোয়েন্টি ব্লাস্টে নটিংহ্যামশায়ারের হয়ে খেলেন শাহিন। নটিংহ্যাম ব্রডের জন্ম শহর এবং এই দলে তিনি খেলেছেন অনেকদিন।
শাহিনকে নিয়ে বলতে গিয়ে স্কাই স্পোর্টসকে ব্রড বলেন, ‘শাহিদ আফ্রিদি বিশ্বে আমার সবচেয়ে প্রিয় বোলারদের একজন। যখন সে দৌড় শুরু করে তখন তার মধ্যে দারুণ কিছুর উপস্থিতি থাকে। আমি বোলারদের রানআপে শক্তি এবং প্রাণবন্ততা দেখতে ভালোবাসি।’
২৭ টেস্ট, ৩৬ ওয়ানডে ও ৫২ টি-টোয়েন্টি খেলা শাহিনকে নিয়ে ব্রড আরও বলেন, ‘তার মধ্যে সহজাত দক্ষতা রয়েছে। ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে যেভাবে বল সুইং করায় সেটা দেখতে খুব ভালো লাগে। এই মৌসুমে সে নটিংহ্যামশায়ারের প্রতিনিধিত্ব করেছে, যে দল আমার হৃদয়ে। আমি যাদের প্রশংসা করি তাদের একজন সে এবং সে ভালো করুক এটাই দেখতে চাই।’
কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৫৬