আন্তর্জাতিক ডেস্ক : ২০২৫ সালের অক্টোবরে কানাডার পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দল লিবারেল পার্টির নেতৃত্ব ঠিকঠাক মত দিতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি বিভিন্ন জনমত জরিপে সাধারণ কানাডীয়দের মধ্যে ট্রুডোর জনপ্রিয়তা হ্রাস পাওয়ার চিত্র ফুটে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা এমনকী দলের ভেতরের লোকজনও তাকে নিয়ে তেমন আশাবাদী হতে পারছে না।
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৩০