এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন চৌগাছা পরিবারের পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যা¤েপইন ও শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষের চারা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ বি সি ডি ডিগ্রী কলেজে এ বৃক্ষরোপণ ও ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি প্রবাসী বখতিয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ স¤পাদক ফয়সাল আহম্মেদ, সদস্য শাহীন কবির, কামরুল হাসান, রাকিব হোসেন, শাহারিয়ার নাফিজ, দীপ্ত বিশ্বাস, সুমন হোসেন, সুলতান মাহমুদ রনি, রিফাত আহমেদ, সিফাত রহমান, ইমরান হোসেন, ইমন হোসেন, আলিফ হোসেন, আব্দুলাহ-আল তুষার, সোহাগ হোসেন, সোহেল রানা, আব্দুর রহিম, ল্যাব ইনচার্জ কপোতাক্ষি ক্লিনিক ও চৌগাছা ব্লাড ফাউন্ডেশন সারিদ রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন এ, বি, সি, ডি, ডিগ্রী কলেজের প্রভাষক রেজাউল করিম, সালাউদ্দিন, আব্দুল মাজিদ, নাহিদ হাসান, নজরুল ইসলাম, ইদ্রিস আলী ও বাবু মিয়া প্রমুখ। (সেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রান, দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি) এ সকল শ্লোগানকে সামনে রেখে “বিপন্নমানবতায় প্রবাসীর জয়” করে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই সকল কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে ও দেশের পরিবেশ বাঁচাতে এ সময় ১শত জনকে ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। সবশেষে কলেজ প্রাঙ্গনে আম, লেব,ু পিয়ারা, জাম, কাঁটঠাল,ইত্যাদি ফলজ ও বিভিন্ন বনজ গাছের চারা রোপণ করা হয়।
কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৪৫