স্পোর্টস ডেস্ক : ইশান কিষান আর শুভমন গিল শুভ সূচনা করেছিলেন। তাদের উদ্বোধনী জুটি ৯০ রানের। সেটা ভাঙতেই নামে ধস। যা আর কাটিয়ে উঠতে পারেনি ভারত। গুটিয়ে গিয়েছিল অল্প রানেই। সেই রান টপকে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফিরল উইন্ডিজ।
বার্বাডোজে এদিন টস জিতে ফিল্ডিংয়ে নেমেছিল উইন্ডিজরা। তবে ভারতের দুই ওপেনার গিল ও ইশানের ব্যাটে যেন সেই সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে বসেছিল। মাত্র ১৬.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯০ রান তুলে ফেলে ভারত।
ইশান ৫৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৫ রান করেন তিনি। গিল করেন ৩৪ রান।
তাদের বিদায়ের পর আর কেউ মাথা তুলে দাঁড়াতেই পারেননি। দলকেও খাদের কিনারা থেকে টেনে তুলেননি কেউ। তাতে মাত্র ১৮১ রানেই গুটিয়ে যায় ভারত।
উইন্ডিজের হয়ে গুডাকেশ মতি ও রোমারিও শেপার্ড তিনটি করে উইকেট শিকার করেছেন। এছাড়া আলজারি জুসেফ নিয়েছেন দুটি করে উইকেট।
১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক শাই হোপ ও কিসি কার্টির ব্যাটে ৬ উইকেটের জয় নিশ্চিত করে ক্যারিবিয়ানরা। হোপ ৬৩ ও কার্টি ৪৮ রান করেন।
ভারতের হয়ে শার্দুল ঠাকুর একাই নিয়েছেন ৩ উইকেট।
বার্বাডোজে ম্যাচ হেরে হতাশ হার্দিক বলেছেন, ‘আমরা প্রত্যাশা মতো ব্যাট করতে পারিনি। আগের ম্যাচের থেকে উইকেট অনেক ভাল ছিল। শুভমন গিল ছাড়া সবাই শট খেলতে গিয়ে আউট হয়েছে। প্রায় সবার শটই সরাসরি ওয়েস্ট ইন্ডিজ়ের ফিল্ডারদের কাছে গিয়েছে। এই ফল খুবই হতাশার। আমাদের আরও অনেক কিছু শেখার আছে।
কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/দুপুর ১২:৫২