বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় রাবার বুলেটের আঘাতে আইযুব নূর (৬০) নামে এক মাদক ব্যবসায়ি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে নারী ও এক শিশু। হামলায় অন্তত ১০ পুলিশ সদস্যও আহত হয়।
বৃহস্পতিবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুরে গাবুইন্নাবাড়ি এলাকায় এ
ঘটনা ঘটে। হামলার সময় গ্রেপ্তারি পরোয়ানা থাকা আইয়ুব নূরের ছেলে আরিফ
নূরকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়।ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত আইয়ুব নুরের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।বিজয়নগর থানার অফিসার ইনচাজ (ওসি) মো. রাজু আহমেদ জানান, আইয়ুব নুরের পরিবারের সবাই মাদক ব্যবসায়ি। তার ছেলে আরিফ নূর ও তোফাজ্জল নূরের বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা আছে। গ্রেপ্তারি পরোয়ানা থাকা আরিফ নুরকে ধরতে আদমপুরের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় হাতকড়া পড়ানো অবস্থায় আরিফকে ছিনিয়ে নেয় তার স্বজনসহ অন্যান্যরা। এ সময় পুলিশের উপর হামলা করা হয়। আত্মরক্ষাথে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আইয়ুব নূর, সালমা বেগম ও ইমন নামে তিনজন আহত হয়। ঢাকায় নেওয়ার পথে আইয়ুব নুর মারা যান। আহত
পুলিশ সদস্যদের মধ্যে তুষার নামে একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৩:২১