স্পোর্টস ডেস্ক : ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনালের পথটা এক সমীকরণে এসে ঠেকেছে। আজ শেষ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে অলিখিত কোয়ার্টার ফাইনালটি জিততেই হবে বাংলাদেশ ‘এ’ দলকে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ হারার পর শুক্রবার ওমান ‘এ’ দলকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। তবে ওই দিনই আফগানিস্তান ‘এ’ চমকে দিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে দিলে সমীকরণ জটিল হয়ে ওঠে। গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আফগানরা। ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রান রেট সবেচেয়ে বেশি, ১.৭৩, আফগানরা ০.৮৩ ও শ্রীলঙ্কা ০.৩৭।
আজ শ্রীলঙ্কা ‘এ’ পাচ্ছে সহজ প্রতিপক্ষ ওমান ‘এ’-কে। জিতলে তাদেরও পয়েন্ট হবে চার, নেট রানরেটও বাড়বে। বাংলাদেশের তাই একটাই পথ- আফগানিদের হারিয়ে দেওয়া।
জয়ের ব্যাপারে অবশ্য আত্মবিশ্বাসী পেসার তানজিম হাসান সাকিব, ‘আমরা জানি শেষ ম্যাচটা আফগানদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অবশ্যই জিততে হবে। আমাদের বিশ্বাস আছে ওই ম্যাচ জিতব। কারণ ওদের সঙ্গে তিনটা ম্যাচ খেলে আমরা তিনটাই জিতেছিলাম। সেই আত্মবিশ্বাস থাকবে আর আমরা জয়ের জন্যই তো খেলি সেই লক্ষ্যটাও থাকবে।’
খেলাটি হবে কলম্বোর পি. সারা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে খেলা।
কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৩,/দুপুর ১২:৪৫