খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয় ১৭ জুলাই। এই কেন্দ্রে ২ হাজার ২৯৯টি ভোট গ্রহনের জন্য চিকন্দি শরফ আলী উচ্চ বিদ্যালয়ে ৬টি বুথ তৈরি করা হয়। বুথ তৈরীতে ব্যবহার করা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার। এই নিয়ে এলাকাবাসী, ভোট গ্রহণের দায়িত্বে থাকা সহকারি প্রিজাইডিং আফিসার, পুলিং আফিসার ও ভোটারদের মাঝে ক্ষোভের বহির্প্রকাশ ঘটেছে। এতে কোন প্রকার আনুশোচনাবোধ নাই দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং আফিসার আনন্দময় ভৌমিকের। নির্বাচনী বুথ তৈরীর জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া স্বত্বেও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা নির্বাচন অফিসার সোহেল সামাদ।
সহকারী প্রিজাইর্ডি অফিসার ফারুক আহমেদ মোল্যা, পুলিং অফিসার মো. শাহাজাহান মিয়া, বিএম আইয়ুব আলীসহ অন্যান্যরা জানায়, শুরুতেই প্রিজাইডিং অফিসারকে বুথ তৈরীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ব্যাবহারে নিষেধ করি। তিনি কোন কথাই মানেনি। তার খেয়াল খুশিমতই কাজ করেন। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দময় ভৌমিক বলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিয়ার হল শাখা ছাত্রলীগের ভিপি ছিলেন। ছাত্র জীবন থেকেই রাজনীতিতে তার অবদান রয়েছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছিবি সম্বলিত ব্যানারে বুধ তৈরী করায় আপত্তি করার কোন কিছুই নাই।
এই বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ভোট কেন্দ্র পরিদর্শণে গিয়ে বিষয়টি আমার নজরে পড়েছে। আমি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলাম তাই কোন মন্তব্য করছি না। রিটার্নিং অফিসার এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হয়নি। এই বিষয়ে জেলা নির্বাচন অফিসার সোহেল সামাদ বলেন, নির্বাচন কমিশন থেকে পাওয়া সকল বরাদ্দ প্রিজাইডিং অফিসারকে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কোন অনিয়মের আশ্রয় গ্রহণ করে থাকলে তার দায় সে বহন করবেন।
কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮