মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাতদদাতা : যশোরের বেনাপোল পৌরসভার ৬ নং ওয়ার্ড ভবারবেড় ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনি প্রচার প্রচারনা। এর মধ্যে ২ জন প্রার্থী অকে অপরের বিরুদ্ধে পাল্টা পাল্টি অভিযোগ করে সাংবাদিক সম্মেলন করেছেন। শুক্রুবার সকাল সাড়ে ১১ টার সময় পৌরসভার ৬ নং ওয়ার্ড ভবারবেড় ওয়ার্ডের ডালিম প্রতিকের কাউন্সিলর প্রার্থী এনামুল হক জুয়েল তার নির্বাচনি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছেন অপর প্রার্থী মোঃ মুললিম আলীর বিরুদ্ধে। এসময় ডালিম প্রতিকের কর্মি সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন। এনামুল হক জুয়েল অভিযোগ করেন বৃহস্পতিবার তিনি নির্বাচনি প্রচার চলানোর সময় মুসলিম আলী তার কর্মিদের মারপিট কওে তাড়িয়ে দেয়। এ ছাড়া এনামুল হক জুয়েল কে মুসলিমের এলাকায় নির্বাচনি প্রচার প্রচারনা করতে নিষেধ করে ও বাধা দেয়। যে কারনে এনামুল হক জুয়েল মুসলিম আলীর বিরুদ্ধে নির্বাচনি আইন লঙ্ঘন করার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেন।

অপরদিকে বিকাল ৬ টার সময় ব্রিজ প্রতিকের কাউন্সিলর প্রার্থী মুসলিম আলী অপরর প্রার্থী এনামুল হক জুয়েলর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের তৃতিয় তলায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেনে উপস্তি সাংবাদিকদের সামনে অপর প্রার্থী এনামুল হক জুয়েলর বিরুদ্ধে অভিযোগ তুলে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রীজ প্রতিকের কাউন্সিলর প্রার্থী মুসলিম উদ্দিন। তিনি বলেন বৃহস্পতিবার ডালিম প্রতিকের কাউন্সিলর প্রার্থী এনামুল হক জুয়েল তার এলাকায় ডুকে নির্বাচনী প্রচারনার সময় ভোটারদেও আইডি কার্ড সংগ্রহ করেন। এ সময় অনেক ভোটারদের কোরআন শরীফ শপথ করানোর অভিযোগ করেন মুসলিম। এমন ঘটনার প্রতিবাদ করলে ডালিম প্রতিকের কাউন্সিলর প্রার্থী এনামুল হক জুয়েল মুসলিম আলীর নির্বাচনি অফিস ও প্রচার মাইক ভাংচুর করেন। মারপিট করেন মুললিমের কর্মি সমর্থদের।
বেনাপোল পৌরসভার ৬ নং ওয়ার্ড ভবারবেড় ওয়ার্ডে ২ জন প্রার্থী একে অপরের বিরুদ্ধে বেনাপোল পের্ট থানাতেও পাল্টা পাল্টি অভিযোগ করেছেন।এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ কামাল হোসেন ভঁইয়া বলেন ২ কাউন্সিলর প্রার্থীর অভিযোগ পেয়েছি। যা তদন্ত কওে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সুযষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলকে আইশৃঙ্খলা মেনে চলার আহবান জানান।
উল্লেখ্য এ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫ জন পুরুষ ও ৪,৫ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৭ জন। বেনাপোল পৌরসভার ৬ নং ওয়ার্ড ভবারবেড় ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪৯৪৩ জন। তবে সংবাদ সম্মেলনে ২ জন প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ অস্বিকার করেছেন।
কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৩,/সকাল ১০:১২