স্পোর্টস ডেস্ক : ১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লক্ষ্যে কুয়েতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ।বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে দুদলের সেমিফাইনাল ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।কুয়েতের বিপক্ষে দীর্ঘ ৩৭ বছর পর খেলতে নামল বাংলাদেশ। এ ম্যাচের আগ পর্যন্ত মাত্র দুইবার একে অপরের মুখোমুখি হয়ে বাংলাদেশ ও কুয়েত। দুটিতেই বাংলাদেশের হার।
১৯৭৩ সালে দুই দলের প্রথম সাক্ষাৎ হয় মারদেকাকাপে। কুয়েত ম্যাচটা জিতে নেয় ১-২ ব্যবধানে। কুয়ালালামপুরে হয়েছিল ম্যাচটি। এরপর বাংলাদেশ ও কুয়েতের সাক্ষাৎ ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে। সেই ম্যাচ বাংলাদেশ হেরেছিল ০-৪ ব্যবধানে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২। কুয়েত আছে ১৪১তম স্থানে। শক্তিতে এগিয়ে থাকলেও ভালো ফুটবল খেলে তাদের হারাতে আত্মবিশ্বাসী জামাল-তপুরা।
কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/বিকাল ৪:২১