এম.এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা জামায়াতের উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে নগদ অর্থ ও পল্লী চিকিৎসকদের মাঝে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেছেন। মঙ্গলবার (২৭ জুন) বিকেলে উপজেলা পাড়া জামে মসজিদ মাঠে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশদ। প্রধান অতিথির বক্তৃতা করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাও. আরশাদুল আলম, যশোর জেলা জামায়াতের নেতা জয়নাল আবেদীন, মাহামুদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, সেক্রেটারী মাও. নুরুজ্জামান, সহকারী সেক্রেটারী মাও.গিয়াস উদ্দীন, পৌর জামায়াতের আমির মাও.আব্দুল খালেক প্রমুখ।
আলোচনা শেষে উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌর শহরের মোট ৬০ জন ক্ষুদ্র ব্যাবসায়ীকে জন প্রতি ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া উপজেলার ১১ টি ইউনিয়নে একজন করে পল্লী চিকিৎসকে চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়।
এ সময় জামায়াতের নেতারা বলেন, ক্ষুদ্র ব্যাবসায়ীদের পুনর্বাসন ও আত্মকর্সংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যবসায়িক পুঁজি হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়াও পল্লী চিকিৎসকদের চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়েছে।
নেতারা বলেন, দেশে দ্রব্য মুল্য বৃদ্ধির কারনে প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ অভাব অনটনে বেশ কষ্টে আছেন। দিনমজুর, শ্রমিক ও ছোট ব্যবসায়িদের আয় হ্রাস পেয়েছে। দেশে অর্থনৈতিক মন্দার কারনে অনেকেই চাকুরী হারিয়ে বেকার হয়ে পড়েছে। ফলে পরিবার পরিজন নিয়ে জীবন যাপনে অধিকাংশের ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ছে। তাই আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এসব মানুষের দুর্দশা লাঘবে সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছি।
কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৩,/রাত ৯:২৩