এ সময সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চলতি মওসুমে সদর উপজেলার ৭২০ জন রোপা আমন চাষীদের প্রত্যেককে ৫ কেজি করে বীজ, ১০কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। ১৫০ জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষীদের প্রত্যেককে ১ কেজি করে বীজ, ২০ কেজি করে ডিএপি এবং ২০ কেজি করে এমওপি সার দেয়া হয়। হাইব্রীড রোপা আমন চাষের ক্ষেত্রে ২০ জন কৃষকের প্রত্যেককে কেবলমাত্র ২ কেজি করে বীজ প্রদাননকরা হয়েছে। অপরদিকে ২০২২-২৩অর্থবছরে নওগাঁ সদর উপজেলার ১শত ৮০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।