বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কসবা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২০ বোতল নাম্বার ওয়ান ও বিয়ার (ভারতীয় মদ) উদ্ধার করা হইয়াছে। রোববার রাত ৯ টায় কসবা থানাধীন গোপীনাথপুর ইউপিস্থ কু্ইয়াপানিয়া গ্রামে অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ী রাকিব মিযার পুকুর থেকে মাদক গুলো ছালার বস্তা থেকে উদ্ধার করা হইয়াছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মো:মহিউদ্দিন পিপিএম জানান, চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ কসবা থানার নের্তৃত্বে কসবা থানাধীন গোপীনাথপুর ইউপিস্থ কু্ইয়াপানিয়া গ্রামের রাকিব মিয়া (৩০) পিতা খোকন মিয়া থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এর বসত বাড়ীর পূব দিকে পুকুর থেকে ৭টি বস্তায় ১২০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হইয়াছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাকিবসহ পলাতক আসামীরা ফেলে যাওয়া ১২৯ বোতল নাম্বার ওয়ান (ভারতীয় মদ) এবং বিয়ার উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মুলে জব্দ করা হয় । এই বিশয়ে কসবা থানায় রাকিবসহ ৫ জনকে আসামী করে মাদক আইনে মামলা রুজু হয়েছে বলে কসবা থানা অফিসার ইনচার্জ মো:মহিউদ্দিন পিপিএম জানান ।
কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৩,/সকাল ১১:৪১