বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকায় বৃহস্পতিবার দুুপুরে খেলার ছলে ইঁদুর মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো, উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৪) ও একই এলাকার কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তারা সম্পর্কে মামাত ফুফাতো বোন।
চকলেট মনে করে তারা বিষ খেয়ে ফেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বারপাকিয়া এলাকায় নিজ বাড়ির পাশে দুই শিশু খেলা করছিলো। খেলার এক ফাঁকে হয়তো চকলেট মনে করে বাড়ির ঘরের পাশে ইঁদুরের গর্তে থাকা ট্যাবলেট আকারের বিষ খেয়ে ফেলে তারা।
পরিবারের লোকজনই এ গর্তে বিষ দিয়ে রেখেছিলো। স্বজনরা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশুর মৃত্যু হয়। অপর শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, ইঁদুরের ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যুর কথা জেনেছেন। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৩,/বিকাল ৪:৫৪