জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন ২০২৩ইং ) বিকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রথযাত্রা উদ্বোধন করেন মাটিরাঙ্গা সেনা জোনের উপ- অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি।
এসময় মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমজাদ হোসেন, উপ-পরিদর্শক (এসআই) সুমন নাথ, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা প্রীতিময় ত্রিপুরা, মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বরন বিকাশ ত্রিপুরা, ইউপি মেম্বার শান্তিময় ত্রিপুরা ও আয়োজক কমিটির আহবায়ক দীন মোহন ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরপরই মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গন থেকে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর রথটিকে ভক্তরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টেনে নিয়ে পুরো শহর প্রদক্ষিন করে কামিনী মেম্বারপাড়া সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। আগামী ২৯ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই উৎসব শেষ হবে জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা।
এর আগে সকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে পুজা-অর্চনার মধ্য দিয়ে মাঙ্গলিক অনুষ্ঠানিকতার উদ্বোধন করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা। প্রধান অতিথি,র বক্তব্যে, মাটিরাঙ্গা জোনের উপ- অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি বলেন, রথযাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি অন্যতম ধর্মীয় উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে সনাতনী সমাজ আরো ঐক্যবদ্ধভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে জানিয়ে তিনি আরো বলেন পাহাড়ের বসবাসরত সকল সমপ্রদায় যেন সবার ধর্মীয় অনুষ্ঠান ভালভাবে পালন করতে পারে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে পারে সে লক্ষে মাটিরাঙ্গা জোন আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।
কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮