মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক এক সেমিনার জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জয়পুরহাট জেলা অফিস আয়োজনে বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।জয়পুরহাট নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন, জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দীনসহ সাংবাদিকরা।সেমিনারে জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সাংবাদিকদের অধিক ভূমিকা পালনের উপর গুরুত্ব দেয়া হয়। সেইসাথে নিরাপদ খাদ্য আইন ২০১৩’র বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।
কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/রাত ৮:৪১