এম. এ. রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ আমিনুর রহমান @ ল্যাটা (৩১) নামে এক জনকে আটক করেছেন চৌগাছা থানা পুলিশ। বুধবার (১৪জুন) রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আমিনুর রহমান উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গয়ড়া গ্রামের মৃত আত্তাব উদ্দীনের ছেলে।
চৌগাছা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশের এস আই সৌরভ কুমার গাক্সগুলীর নেতৃত্বে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গয়ড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা ৭৫ বোতল ফেন্সিডিলসহ আমিনুর রহমানকে আটক করেন। এ ঘটনায় চৌগাছা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, আটক আসমীকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/রাত ৮:৩০