ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরো দুই মামলা
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।
Update Time :
মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
১৫১
Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের কমিটি নিয়ে সোমবার হওয়া সংঘর্ষের ঘটনায় দু’টি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মঙ্গলবার সদর থানায় পৃথক এ দু’টি মামলা দায়ের করেন। দু’টি মামলায় উভয়পক্ষের ৮০ জনের বেশি নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো দু’জনকে আসামী করা হয়েছে। এর আগে শনিবার রাতের ঘটনায় দায়ের করা আরেকটি মামলায়ও উভয়পক্ষের নেতা-কর্মীদের আসামী করা হয়।
গত বৃহস্পতিবার জেলা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে পাঁচদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলমান। আর এ বিরোধকে কেন্দ্র করে অস্ত্রের ঝনঝনানি ও ককটেলের দাপট দেখছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। তবে মঙ্গলবার কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনদিন ধরে নেতা-কর্মীদের বাড়িতে হামলার পর সোমবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় অন্তত ২০-২৫ জনের হাতে রামদা দেখা যায়। বিস্ফোরণ ঘটানো হয় অর্ধ শতাধিক ককটেলের।
কুমিল্লা-সিলেট মহাসড়কে ধাওয়া-পাল্টাধাওয়া হওয়ায় ২০ মিনিটের মত যান চলাচল বন্ধ থাকে। এর আগে দু’পক্ষই লোকনাথ দিঘির পাড়ে পৃথক কর্মসূচি দিলে প্রশাসন কঠোর অবস্থান নেয়। এ ঘটনায় সদর থানায় এসআই রাকিবুল ইসলাম ও সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। একটি মামলায় ছাত্রদলের সদ্য বিদায়ী আহবায়ক ফুজায়েল চৌধুরী রুবেলকে ও আরেকটি মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছীন মাহমুদকে প্রধান আসামী করা হয়েছে। দু’জন একই পক্ষের লোক হিসেবে পরিচিত।
নেতা-কর্মীরা জানান, গত বৃহস্পতিবার রাতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদ মর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে শাহীনুর রহমান শাহীনকে আহবায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্য সচিব করা হয়। সাত সদস্যের কমিটির যুগ্ম আহবায়ক হলেন এলভিন লস্কর, সাজিদ আহমেদ, রেজাউল হক শীষ, আবদুল গাফফার রিমন ও সাইফুল ইসলাম ফাহিম। ওই কমিটি ঘোষণার পর থেকেই উত্তেজনা দেখা দেয়।
কমিটি ঘোষণার পর গত শুক্রবার সকালে নব-গঠিত কমিটির নেতারা জেলা কৃষকদলের আহবায়ক আবু শামীম মোহাম্মদ আরিফের কান্দিপাড়ার বাসায় শুভেচ্ছা বিনিময় করতে যান। বিষয়টি জানতে পেরে বিদায়ী কমিটির আহবায়ক রুবেল চৌধুরী ফুজায়েল ও সদ্য বিদায়ী সদস্য সচিব মহসিন মিয়ার নেতৃত্বে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আবু শামীমের বাড়িতে হামলা করে। একইদিনে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন ও জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর কাউসার মিয়ার বাড়ি হামলা চালান বিদায়ী কমিটির নেতারা।
শনিবার রাত পৌনে ১০টার দিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ ও জেলা ছাত্রদলের বিদায়ী কমিটির আহবায়ক রুবেল চৌধুরী ফুজায়েলের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা আবু শামীম মোহাম্মদ আরিফ ও জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমানের বাড়িতে পুনরায় হামলা চালান। এ সময় হামলাকারীরা ২০-২৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে দ্ব›দ্ব চলছে। এ নিয়ে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।