ডেস্ক নিউজ : আজ শুক্রবার, ৯ জুন ২০২৩। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ
মেষ রাশির জাতকরা কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় বিবাদ মিটিয়ে নেবেন। প্রয়োজনীয়তা অনুযায়ী সহজেই আয় করতে পারবেন। তবে অসন্তুষ্ট স্বভাবের কারণে মন এদিক-ওদিক ছুটবে। আজ ভালো কাজ হাতছাড়া করে যদি সময় ও অর্থ নষ্ট করেন, তা হলে কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা কমে আসবে। আপনার রুক্ষ ব্যবহারের কারণে পারিবারিক পরিবেশ নষ্ট হবে। আজ অনেকে আপনার বিরোধিতা করবে। ধৈর্য ধরুন।
বৃষ
মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি সাধারণ। যে কাজ করার ইচ্ছা জাগ্রত হবে, তাতেই সাফল্য অর্জন করবেন। স্বাস্থ্য দুর্বল থাকবে। আলস্য ভর করবে। কর্মক্ষেত্রে সংযমী হন। কোনো কারণে কর্মকর্তারা রেগে যেতে পারেন। ব্যবসায় কম লাভের সম্ভাবনা রয়েছে। তবে কম সময়ে অধিক লাভের প্রত্যাশায় অনৈতিক কাজ করে বসবেন না। বুদ্ধি ও কর্মকৌশলের জেরে অনাবশ্যক ঝামেলা এড়িয়ে যেতে পারেন। তবে আজ কোনো ঝুঁকি পূর্ণ কাজ করবেন না। আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যাবেলা হতাশ হবেন, ধৈর্য ধরুন। কাল থেকে পরিস্থিতি উন্নত হবে।
কর্কট
সৌভাগ্যের কারণে কর্কট রাশির জাতকদের কোনও কাজে অধিক পরিশ্রম করতে হবে না। ছোট ভাই-বোনের সঙ্গে ভালো ব্যবহার করুন। কারণ তাদের ওপর চাপ ফেলার ফলে আপনার ব্যক্তিত্বে প্রতিকূল প্রভাব পড়বে। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলুন। তা না হলে পারিবারিক কলহের মুখোমুখি হতে হবে। ব্যবসায় প্রচুর আয়ের সুযোগ পাবেন। তবে ব্যয় করলে কিছুই হাতে বাঁচবে না। কর্মক্ষেত্রে সহকর্মী বা অংশীদারদের সঙ্গে বিবাদ হতে পারে। শান্ত থাকুন।
সিংহ
সিংহ রাশির জাতকরা মনের মধ্যে অনেক কিছু ভাবতে থাকবেন। তবে অবশেষে নিজের পরিকল্পিত কাজ বন্ধ করে অন্য কাজ শুরু করতে হবে। ব্যবসায়ীরা সমস্ত কাজে লাভ-লোকসান খুঁজবেন। অন্য কোনও স্থান থেকে বিশেষ প্রত্যাশা না-থাকলেও আকস্মিক লাভের ফলে উৎসাহ বাড়বে। তবে আর্থিক পরিস্থিতির প্রতি সন্তুষ্ট না থাকায় সেসব উপেক্ষা করে যাবেন। সারাদিন ছোটখাটো ব্যয় হতে থাকবে। পরিবারে শান্তি বজায় থাকবে। যাত্রার সময়ে সাবধানে গাড়ি চালান।
কন্যা
কন্যা রাশির জাতকদের আজকের দিনটি অধিকাংশ ক্ষেত্রে ভালো থাকবে। সামাজিক ব্যবহারের দ্বারা বিশেষভাবে লাভান্বিত হবেন। সমস্যায় থাকলে কারও সহযোগিতা লাভ করবেন। চাকরিজীবীরা কর্মকর্তাদের খুশি রাখতে গিয়ে নাজেহাল হবেন। অধিক দৌড়ঝাঁপ সত্ত্বেও কাজে খুঁত বের করা হবে। আর্থিক দিক দিয়ে দিন সাধারণের চেয়ে ভালো। আয়ের পাশাপাশি অতিরিক্ত ব্যয় হবে। তবে ভারসাম্য বজায় থাকবে।
তুলা
তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি একাধিক ওঠা-পড়ার সাক্ষী হয়ে থাকবে। কিছু পুরনো কাজ সফল হওয়া সত্ত্বেও আপনি অস্থির থাকবেন, তবে কোনও গোপন কারণে আপনি তা কাউকে খুলে বলতে পারবেন না। কাজ ও ব্যবসা থেকে প্রত্যাশিত অর্থলাভ করতে পারবেন। তবে কোনও বড়সড় পরিকল্পনায় ছোটখাটো লাভ হওয়ায় সন্তুষ্ট থাকবেন না। কর্মক্ষেত্রে চাতুর্যে পরিচয় দেবেন। এর ফলে সহকর্মীরা আপনার বিরুদ্ধে যাবে, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হবে।
বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আজ পুরনো রোগের কারণে কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি ভালো থাকবে। তবে আজ ব্যবসা বা অন্য কোনও কাজে পৈতৃক সম্পত্তি লাভের ইচ্ছা থাকলে স্বভাবে বিনম্রতা বজায় রাখুন, তা না হলে আপনার সমস্ত আশা ভেঙে যেতে পারে। সরকারি কাজকে অগ্রাধিকার দিন। আজ কোনো অবহেলা করলে কাজ আটকে যেতে পারে। প্র্যাক্টিক্যাল না হওয়ায় সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন না। তবে অর্থ আগমনে কোনো সমস্যা হবে না।
ধনু
ধনু রাশির জাতকদের মনে হতাশা থাকবে। ব্যবসায়িক মানসিকতা থাকা সত্ত্বেও পুঁজি বা অন্য কোনো কারণে, কাজে প্রত্যাশিত গতি আনতে পারবেন না। তবে কারচুপি করে অর্থলাভ করতে পারবেন। তবে অনৈতিক কাজে অর্থ ব্যয় না করা থেকে সঞ্চয়ের ওপর জোর দিন। আজ অতিগুরুত্বপূর্ণ কাজ ছাড়া সমস্ত কাজ পিছিয়ে দেয়াই ভালো। বাড়ির পরিবেশ আপনাকে স্বস্তি দেবে। আজ সমস্ত কাজে পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। অসুস্থ থাকতে পারেন তবে সন্ধ্যার পরে উন্নতি হবে।
মকর
মকর রাশির জাতকরা আজ মিশ্র ফল পাবেন। বিকেল পর্যন্ত কল্পনার জগতে ভেসে থাকবেন, এর ফলে আপনার সময় নষ্ট হবে। আজ কোনও কাজ এড়াতে গিয়ে বোকার মতো আচরণ করে নিজেকে হাসির পাত্র করে তুলবেন। দুপুরের পর আর্থিক বিষয়ে দুশ্চিন্তা বাড়বে। অতীতে করে থাকা কোনো গাফিলতি এর জন্য দায়ী। কর্মক্ষেত্রে গতি বজায় থাকবে। তবে প্রতিযোগিতার কারণে জয়ী হওয়ার জন্য সওদা করতে হবে। পারিবারিক ব্যয় এড়িয়ে যেতে পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন।
কুম্ভ
কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি হাসি-কান্নার মধ্যে দিয়ে কাটবে। দিনের শুরু থেকে নিষিদ্ধ কাজ করা ইচ্ছা জাগবে। এমন কাজই করবেন, যার কারণে পরিবার বা অন্য কোনও ব্যক্তির কাছ থেকে বকা শুনতে হয়। চাকরিজীবীরা কঠোর পরিশ্রম করবেন। তা সত্ত্বেও কম সময়ে অন্যদের চেয়ে বেশি মুনাফা অর্জন করতে পারবেন। আজ আপনার শত্রু সংখ্যা বাড়বে। তবে এর জন্য আপনি নিজেই দায়ী। তবে বিরোধীরা ইচ্ছা সত্ত্বেও আপনার কোনও ক্ষতি করতে পারবে না। আজ আপনার পরিবর্তনশীল স্বভাব পরিবারে অশান্তি সৃষ্টি করতে পারে।
মীন
কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৩,/দুপুর ১:৪৬