মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ছাইয়ের গাড়ির চাপায় পার্বতীপুর উপজেলা ভবানী গ্রামের মোঃ তারেক (৩৫) নিহত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে ছাইয়ের গাড়ি চাপায় শ্রমিক মোঃ তারেক নিহত হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দীক জানান, ছাইয়ের গাড়িটি অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে তার উপর দিয়ে নিয়ে যায় বলে ধারনা করা হচ্ছে। এতে তার মৃত্যু ঘটে। সে চীনা কোম্পানীর হারভিনে শ্রমিকের কাজ করত। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কোন তথ্য জানা যায় নি। তবে তাপবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশী শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।
কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩২