খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেরার বিলাশপুর থেকে ককটেল তৈরীর বিপুল পরিমান সরঞ্জাম সহ দুই বালতি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ককটেল তৈরীর সাথে সম্পৃক্ত ও সরঞ্জাম হেফাজতে রাখার অপরাধে লিপি আক্তার ও আনিতা বেগম নামে দুই নারীকে গ্রেফতার পরবর্তী মামলা করেছে পুলিশ। উদ্ধারকৃত ককটেল তৈরীর সরঞ্জাম ও তাজা ককটেল ধ্বংস করা হয়েছে।
জাজিরা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাশপুর জানখার কান্দি গ্রামের সালাম হাওলাদারের বাড়িতে ককটেল তৈরীর হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান জালায় জাজিরা পুলিশ। সেখান থেকে ককটেল তৈরীর সমঞ্জাম উদ্ধার সহ লিপি আক্তার ও অনিতা বেগমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে একই এলাকার আরো একটি অভিযান চালিয়ে ভুট্টা ক্ষেত থেকে বালতি ভর্তি ককটেল উদ্ধার করা হয়। এই ঘটনায় সালাম হাওলাদারকে প্রধান আসামী করে জাজিরা থানায় মামলা হয়েছে।
জাজিরা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সংঘর্ষে ব্যবহারের জন্য ককটেল তৈরী সংবাদে অভিযান চালানো হয়। অভিযানকালে ককটেল তৈরীর সরঞ্জাম ও তজা ককটেল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। উপ-পরিদর্শক বাকির বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলা করেছে। এজাহার নামীয় ২ নারিকে গ্রেফতার করা হয়েছে। ককটেল তৈরীর সরঞ্জম ও উদ্ধারকৃত ককটেল র্ধ্বংস করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৮