আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উদ্ধারকারী জাহাজ ‘লাইফ সাপোর্ট’ ভূমধ্যসাগরে লিবীয় উপকূলে ভাসমান ১৫৬ অভিবাসীকে উদ্ধার করেছে। বাংলাদেশসহ পাকিস্তান, সুদান, ইরিত্রিয়া এবং মিশর থেকে যাওয়া ৪৬ জন অভিবাসীকে এক রাতের অভিযানে উদ্ধার করা হয়। বাকি ১১০ জনকে আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত দ্বিতীয় অভিযানে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে ২৬ জন অপ্রাপ্তবয়স্ক এবং ১০ বছরের কম বয়সী তিন শিশুসহ দুই নারী রয়েছেন।
ইতালীয় চিকিৎসা দাতব্য সংস্থা ‘ইমার্জেন্সির’ পরিচালিত ‘লাইফ সাপোর্ট’ অভিবাসীবাহী জাহাজটিকে উদ্ধার করেছে। জাহাজ অবতরণের জন্য একটি বন্দর হিসেবে রোমের উত্তরে সিভিটাভেকিয়াকে বরাদ্দ করা হয়। বেসরকারি সংস্থার উদ্ধারকারী জাহাজগুলো লিবীয় উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা খুঁজতে কাজ করে। তবে নতুন ইতালীয় সরকার একটি ডিক্রির মাধ্যমে তাদের কার্যকলাপের ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করেছে।
ইউরোপীয় কাউন্সিল ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারকারী দাতব্য জাহাজ যেগুলো এনজিওর মাধ্যমে পরিচালিত সেগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করার বিষয়ে আলোচনা করছে। প্রতি বছর ইউরোপে প্রবেশের জন্য প্রাণের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেন বহু মানুষ। সাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারান অনেকে।
কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২৮