মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

বিএনপির নির্বাচনে কারচুপি জন্যে তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব হয়েছিল: আইনমন্ত্রী 

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : এই দেশে তত্ত্বাবধায়ক সরকার আবির্ভাব হয়েছিল বিএনপির দুঃশাসন ও নির্বাচনে কারচুপি করার জন্যে। আপনারা ১৯৯৬ সালে নির্বাচন দেখেছেন, আপনারা ২০০৬ থেকে ২০০৭ সালের প্রথম দিকে নির্বাচনের প্রস্তুতি দেখেছেন, এই অপকর্মের জন্যে তত্ত্বাবধায়ক সরকারের জন্ম বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। রোববার (১২ ফেব্রুয়ারী) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সূধী সমাবেশে মন্ত্রী এ মন্তব্য করেন। এসময় আইন মন্ত্রী আনিসুল হক এমপি বলেন,যৌক্তিক কোন দাবির ব্যাপারে আওয়ামী লীগের কোন সমস্যা নাই, জননেত্রী শেখ হাসিনারও কোন সমস্যা নাই। 

তিনি বলেন, ২০২১ সালের শেষ দিকে করোনা যখন চলছিল তখন একটি দাবি উঠলো, যে আমাদের সংবিধানে নির্বাচন কমিশন গঠনে সব পদ্ধতি লেখা আছে। সেখানে বলা আছে, একটি আইন করতে হবে। বলা হলো সেই আইনটি নাই, তা করতে হবে। আমার কাছে একটি এনজিও নেতৃবৃন্দ আসলেন এবং তারা একটি পরিপত্র দিলেন। সেখানে নির্বাচন কমিশন গঠনের যে আইন সেটি করে দিতে হবে। আমি বলেছিলাম এখন করোনা কালিন সময়, একটি আইন করতে হলে সংসদ ঠিকভাবে বসতে হবে। সংসদ বসলে আমরা আইনটি করে দিব। উনারা বললেন, ‘সংসদ বসা দরকার নাই, অডিনেন্স দিয়ে করে ফেলেন। আমি বলেছিলাম, এত বড় একটি আইন, এত গুরুত্বপূর্ণ একটি আইন সংসদকে বাদ দিয়ে করবো না। এরপর রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব সকল রাজনৈতিক দলকে আলাদা ভাবে দাওয়াত দিলেন। সেখানে আলোচনা হলো এই আইনটি হওয়া উচিৎ। আমরা সেই মূহুর্তে আইনটি করে দিয়েছি। সকল দলের যৌক্তিক সংশোধিত নিয়ে আইনটি পাশ করা হয়। এই আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়। মন্ত্রী আরও বলেন, এই আইন পাশ হওয়ার পর এখন উনাদের (বিএনপি) দাবি তত্ত্ববধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার কেন গঠন করা হয়েছিল? এই দেশে তত্তাবধায়ক সরকার আবির্ভাব হয়েছিল বিএনপির দুঃশাসন ও নির্বাচনে কারচুপি করার জন্যে। আপনারা ১৯৯৬ সালে নির্বাচন দেখেছেন, আপনারা ২০০৬ থেকে ২০০৭ সালের প্রথম দিকে নির্বাচনের প্রস্তুতি দেখেছেন, এই অপকর্মের জন্যে তত্ত্বাবধায়ক সরকারের জন্ম। যখন  তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে মামলা হলো, হাইকোর্ট বললো এটা সংবিধানের সাথে সংগতিপূর্ণ নয়। কোন দিনই সংবিধান তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে নাই। সেহেতু এইটা অবৈধ এবং এটা বাতিল করে দেওয়া হলো। সেই বাতিলটাকে আইন সঙ্গত করার জন্যে সংবিধান সংসদের মাধ্যে সংশোধন করা হলো। এখন উনারা আবার সেই দাবি তুলেছেন। উনাদের এই দাবির মানে হচ্ছে, আমরা নির্বাচন করবো কিন্তু আমাদের জিততে হবে। সব মানি তালগাছ আমার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূইয়া, সংরক্ষিত সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন ও পৌর মেয়র নায়ার কবির। এর আগে, আইনমন্ত্রী আনিসুল হক এমপি প্রেস ক্লাবের ফিতা কেটে ও ফলক উন্মোচন করে সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রেস ক্লাব পরিদর্শন করেন।

 

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit