মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পুকুরপার থেকে আবুল খায়ের বাবলু (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার রতনপুর এলাকার শরিষা ক্ষেতের পাশের পুকুরপার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল খায়ের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের মৃত ওহাব আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানাযায়, আবুল খায়ের বাবলু শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে রতনপুর এলাকার সুরীপুকুর পাড়ে তার মরদেহ পাওয়া যায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০৫