বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাকে বুধবার রাত নয়টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌর এলাকার পাওয়ার হাউস রোড এলাকা তাকে গ্রেফতার করা হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোাহাম্মদ এমরানুল ইসলাম জানান, শামীম মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান।
এদিকে শামীম মোল্লাকে গ্রেপ্তারের পর রাত ১০টার দিকে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের পাওয়ার হাউস রোড থেকে শুরু করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে হওয়া এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।