মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারী রাস্তার পার্শ্বে গাছ কেটে নেয়ায় জেলা প্রশাসকের নিকট অভিযোগ ১ বছরেও তদন্ত না হওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, গত এক বছর পূর্বে ফেব্রুয়ারী মাসে ঘোড়াঘাট উপজেলার ৪নং ইউনিয়নে বানিয়াল গ্রাম হতে করঞ্জি গ্রাম পর্যন্ত রাস্তার দু’পার্শ্বে ১’শ ৪০টি মোটা মোটা ইউক্যালিপটাস গাছ যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা করঞ্জি গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে দিলজার রহমান (নুরু) ও তার ভাই লুৎফর রহমান গাছগুলো কেটে নিজেরাই আত্মসাৎ করে।
এ ব্যাপারে সরকারী স্বার্থ রক্ষার্থে ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে সাংবাদিক একরামুল হক বাদী হয়ে দিনাজপুর জেলা প্রশাসক মহোদয়ের নিকট লিখিত অভিযোগ করেও এক বছরেও তদন্ত না হওয়ায় সরকারী স্বার্থ ভেস্তে যেতে বসেছে। দেখার কেউ নেই।
কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:১৪