আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জানো প্রকল্পের সহায়তায় ২দিন ব্যাপী উপজেলা পর্যায়ের পিয়ার এডুকেটর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলা ফ্যামিলি প্লানিং অফিস হলরুমে কর্মশালার সমাপনি দিবসে জানো প্রকল্পের ডোমার উপজেলা ম্যানেজার মঈন উদ্দিন এর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তবিবুর রহমান।
ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার ইন্টারন্যাশনাল ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় উক্ত কর্মশালায় ২০ জন কিশোর কিশোরী অংশ গ্রহন করেন। তাদের খাদ্য ও পুষ্টি, পরিস্কার পরিছন্নতা, জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্য বিবাহ ও প্রতিরোধ বিষয়ে বিশেষ ধারণা দেয়া হয়।
প্রশিক্ষক হিসাবে পাঠদান করেন জানো প্রকল্পের ফিল্ড অফিসার আমানুর রহমান, বেলাল হোসেন। প্রশিক্ষণ গ্রহন করে কিশোর ও কিশোরী সমাজ উন্নয়নে ব্যপক ভুমিকা রাখবে বলে এমনটি আশা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তবিবুর রহমান।
কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৩২