শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রফিক বলেছেন, সমাজের এতিম অসহায় মানুষের সেবা করা স্রষ্টার সন্তুষ্টির মাধ্যম। যে যত বেশি মানবতার সেবায় কাজ করবে সে ইহকাল এবং পরকালে তার সুফল ভোগ করবে। মহানবী (সাঃ) এতিমদের ভালো বাসতেন সহযোগিতা করতেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন। সেই জন্য ইসলামে এতিমদের কল্যাণে কাজ করার গুরুত্বারোপ করা হয়েছে। মহানবী (সাঃ) এর মহান শিক্ষাকে কাজে বাস্তবায়নের উদ্দেশ্যে এতিমখানা প্রতিষ্ঠা করা হয়েছে।
এতিমখানায় থাকা সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণের সুযোগ সহ স্ব স্ব অভিজ্ঞতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে উদ্দোক্ততারা জানিয়েছেন, সে জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এ দ্বীনি খেদমত যেন কোন লৌকিকথা না থাকে শুধুমাত্র মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য হয় এমনটি কামনা করছি। তিনি বলেন, যেকোন কাজ একার পক্ষে সম্ভব নয় সবার সহযোগিতার প্রয়োজন হয়। সকলের সহযোগিতার মাধ্যমে এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহবান জানান।
তিনি গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামে হাওয়া বেগম এতিমখানা ও অসহায় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন হাওয়া বেগম এতিমখানা ও অসহায় কেন্দ্রের প্রতিষ্ঠাতা, কৈলাশ ইলেক্ট্রনিক্স বিডি ও ফাস্ট চয়েস ইলেক্ট্রনিক্স বিডি’র সত্ত্বাধিকারী আব্দুল মুকিত। তিনি বলেন, তার ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশের ২৫% এতিমখানা ব্যয় করা হবে।
৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর আলতাফুর রহমানের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ বাতিঘরের লেখক খায়রুল ইসলাম সুহেবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, কৈলাশ শাহনুর দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান সুন্নতুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ ইব্রাহিম আলী, ট্রান্সকম ইলেক্ট্রনিক্স এর এরিয়া সেলস ম্যানেজার মতিউর রহমান, স্যামস্যাং রিজিওনাল সেলস ম্যানেজার আলী আফজাল, একজিক্ট’র সত্ত্বাধিকার বিশিষ্ট ব্যবসায়ী অংশু চৌধুরী, পুরাতন পুরকায়স্থ বাজার জামে মসজিদ কমিটির মোতাওয়াল্লী হাবিবুর রহমান, সাংবাদিক জাকারিয়া তালুকদার, বিশিষ্ট সমাজসেবী ডাঃ আব্দুল খালিক, পুরকায়স্থ বাজার বণিক সমিতির সেক্রেটারী আবু সিদ্দিক সুমন প্রমুখ। মোনাজাতে মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফিজ কারী আব্দুল আহাদ।
কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৫