শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট ২য় বিভাগ ক্রিকেটলীগ এর সেমিফাইনাল শনিবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় হোয়াইট মোহামেডানকে ১৮০ রানে বিশাল ব্যবধানে হারায় শেখঘাট পাইওনিয়ারস ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৭৮ রানের টার্গেট দেয় শেখঘাট পাইওনিয়ারস ক্লাব। হোয়াইট মোহামেডান ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান করে।
ক্লাবের ম্যনেজার ইমতিয়াজ আহমেদ জগলু খেলোয়াড়দের অভিনন্দ জানান এবং সেই সাথে ফাইনাল খেলা দেখতে ক্লাবের সকল সাবেক খেড়োয়াল ও সহযোগীদের আমন্ত্রণ জানান।
কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮