স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গেছে কোচ গ্যারেথ সাউথগেটের ভবিষ্যত নিয়ে। কোচের ওপর মহাবিরক্ত ইংলিশ সমর্থকদের একাংশ বলছে, একে এখনই বিদায় করা হোক। কিন্তু সাউথগেট এত তাড়াতাড়ি পদত্যাগ নিয়ে ভাবছেন না। তিনি পরিস্থিতি বিশ্লেষণের জন্য সময় নিচ্ছেন।
২০১৬ সালে ইংল্যান্ডের কোচ হয়েছিলেন সাউথগেট। তার হাত ধরে ২০১৮ বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। এরপর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে হয়েছিল রানার্সআপ। নিজের ভবিষ্যত নিয়ে ৫২ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘এই টুর্নামেন্টগুলোয় অনেক প্রাণশক্তি ব্যয় হয় এবং পর্যালোচনা করার জন্য আমার সময় দরকার। প্রতিটি টুর্নামেন্টের পর আমরা তাই করেছি এবং এটাই সঠিক প্রক্রিয়া। ‘
আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩টি গোল করা ইংল্যান্ড শেষ আটের লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ২-১ ব্যবধানে হেরেছে। পেনাল্টি থেকে একটা গোল করলেও আরেকটি পেনাল্টি মিস করেন হ্যারি কেন। তবে বিশ্বকাপে শিষ্যদের পারফর্মেন্সে খুশি সাউথগেট, ‘খেলোয়াড়রা শুধু আজ রাতেই নয়, পুরো টুর্নামেন্টে যা করেছে তাতে আমি গর্বিত। আমার চোখে, দলটি সামনে এগিয়ে যেতে সব ক্ষেত্রেই বাস্তবসম্মত সঠিক পদক্ষেপ নিয়েছে। সবাই দেখেছে এই টুর্নামেন্টে দলটি উন্নতি করেছে। ‘
কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫