বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সমালোচনা করে তোপের মুখে পড়েছেন ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা নাদাভ ল্যাপিড। ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সোমবার (২৮ নভেম্বর) অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’-কে মিথ্যা প্রচারমূলক এবং অশ্লীল হিসেবে বর্ণনা করেছেন নাদাভ। তিনি আরো বলেছেন, সিনেমাটি প্রদর্শনের সময় তিনি বিরক্ত এবং প্রচণ্ড হতবাক হয়েছিলেন।
ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা নাদাভ ল্যাপিড
নাদাভের এমন বক্তব্যের পর থেকেই ফুঁসে উঠেছে বলিউড। একের পর এক নিজেদের মতামত প্রকাশ করে যাচ্ছেন সিনেমাটির অভিনেতা ও বলিউড তারকারা। ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা নাদাভকে তিরস্কার করছেন সবাই। এমনকি রাজনৈতিক অঙ্গনেও ঝড় উঠেছে বিষয়টি নিয়ে। ভারতে অবস্থানরত ইসরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি তাঁর দেশের পরিচালক নাদাভ ল্যাপিডের বক্তব্যের নিন্দা করেছেন। গিলন বলেছেন, ‘নাদাভ মঞ্চটির অপব্যবহার করেছেন। তিনি ইসরায়েলের ভাবমূর্তিও নষ্ট করেছেন। তাঁর লজ্জিত হওয়া উচিত এই বিষয়টিতে। ‘
ভারতে অবস্থানরত ইসরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন
এর আগে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, ‘দ্য কাশ্মীর ফাইলস ফিল্ম সম্পর্কে নাদাভ ল্যাপিডের করা মন্তব্য ন্যক্কারজনক। কাশ্মীরি হিন্দুরা যে ভয়াবহতার মুখোমুখি হয়েছেন, সেই ঘটনার প্রতি তিনি অসম্মান প্রদর্শন করেছেন। আমি জুরি চেয়ারম্যানের বক্তব্যের নিন্দা জানাচ্ছি। এমন কথা বলে প্ল্যাটফর্মটির অপব্যবহার করেছেন ল্যাপিড। ‘
সিনেমাটির পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁর নতুন ভিডিওর বিবৃতিতে নিন্দা করেছেন ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা নাদাভের। বিবেক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যারা জুরি প্রধান নাদাভকে সমর্থন করছেন তাদের কেউ যদি প্রমাণ করতে পারে যে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সত্য নয়, তাহলে তিনি চলচ্চিত্র নির্মাণ ছেড়ে দেবেন।
পরিচালক বিবেক অগ্নিহোত্রী
‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রধান অভিনেতা অনুপম খেরও নাদাভের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ‘আইএফএফআই’ জুরি প্রধানকে আক্রমণ করে অভিনেতা অনুপম বলেছেন, ‘নাদাভ ল্যাপিড নিজেই অশ্লীল এবং সুবিধাবাদী। একজন জুরি সদস্য হয়ে তিনি ‘অশ্লীল বা প্রচার’-এর মতো শব্দ ব্যবহার করতে পারেন না। ’
বলিউডের নামকরা অনেক তারকাই নিজেদের মতামত জানিয়ে তীব্র নিন্দা করেছেন বিষয়টির। ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা নাদাভের মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করছেন অনেক তারকা। অমিতাভ বচ্চন, স্বরা ভাস্কর, অনিল কাপুর, রাম গোপাল ভার্মাসহ অনেকেই নাদাভের তীব্র সমালোচনা করেছেন।
এদিকে দিল্লির অ্যাডভোকেট বিনীত জিন্দাল ইসরায়েলি পরিচালক নাদাভ ল্যাপিডের বিরুদ্ধে ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্রের প্রতি ন্যক্কারজনক মন্তব্যের জন্য অভিযোগ দায়ের করেছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে আরো বেশ কিছু আইনজীবী আইনের দ্বারস্থ হয়েছেন নাদাভের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তোলপাড় শুরু হয়েছে বিষয়টিকে ঘিরে।
সূত্র : নিউজ ১৮
কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৪