বাংলাদেশের জনগনই পরবর্তী সরকার নির্বাচিত করবেন- আইনমন্ত্রী
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
Update Time :
শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
৮৭
Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পি বলেছেন, ‘বাংলাদেশের জনগণ ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন অধিষ্ঠিত করেছেন। পাঁচ বছরের জন্য জননেত্রী শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করেছেন।
পাঁচ বছর ক্ষমতায় থাকবেন। পাঁচ বছর পর আবারও নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগনই পরবর্তী সরকার নির্বাচিত করবেন।’শুক্রবার দুপুরে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ-উল- আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কসবা ডায়াবেটিক সমিতির এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮