আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুৃরের পানিছএ এলাকায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছে। গত ২০ নভেম্বর রবিবার পানিছএ এলাকায় ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।হামলায় আহতরা হলেন, মুহিত খলিফার ছেলে রাহাত খলিফা (১০), মুহিত খলিফার বড় ছেলের বউ শাহিনুর খলিফা (২১), মুহিত খলিফার মেয়ে শপ্না (১৮) তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে একজনের অবস্থা আসঙ্খাজনক হওয়ায় শেরেবাংলা নগর পঙ্গুতে রেফার্ট করা হয়েছে।আহতের স্বজনেরা জানান, মুহিত খলিফার সাথে জমি নিয়ে সেলিম খলিফার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিবাদ চলছিল , এর জের ধরে সেলিম খলিফার ছেলে আলামিন খলিফা গতকাল ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে হেমায়েত খলিফা,সেলিম খলিফা,সগির খলিফাসহ ১০/১৫ জন লোহার রড রামদা ও ছেন দিয়ে তাহার নিজ বাড়িতে অতর্কিত হামলা চালায়।
মুহিত খলিফা বলেন, আমার পরিবারের উপর হামলা হয়েছে, লুটপাট ও ভাংচুর করেছে,আমার ঘড় থেকে এক লহ্ম টাকা ও চার ভরি সর্ণ নিয়ে গেছে এবং সেলিম খলিফা হুমকি দিয়ে বলে গলায় দরি দিয়ে তোদের ফাসিয়ে দিয়ে যাবো,আমি এর বিচার চাই।তিনি আরো বলেন,আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে, প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় মামলা করেও কোন প্রকার ন্যায্য বিচার পাইনি।এর আগেও আমার সম্পত্তির কিছু অংশে সন্ত্রাসীরা জোরপূর্বক বাউন্ডারি ওয়াল স্থাপন করছে এবং লাগানো বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে গেছে।এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্য মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:২৪