বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম রেলপথের যাত্রীবাহী ট্রেনগুলোতে আবারও বেড়েছে অপরাধ প্রবণতা। এবার মোঃ আব্দুল আলীম (৪১) নামের এক সেনাবাহিনীর সার্জেন্ট অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আব্দুল আলীমের গ্রামের বাড়ি সিলেটের গোয়াইন ঘাটে। তিনি চট্টগ্রামে কর্মরত আছেন।
আখাউড়া রেলওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক ইসমাইল হোসেন জানান, আব্দুল আলীম সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে চট্টলা একপ্রেস ট্রেনে চড়েন। চলন্ত অবস্থায় তিনি সকালের নাস্তা করতে কিছু একটা খান। খাওয়ার কিছুক্ষণ পরই নিজের আসনে তিনি ঢলে পড়েন। এসময় অজ্ঞান পার্টির সদস্যরা তার মোবাইল ফোন,টাকা-পয়সাসহ সবকিছু নিয়ে যায়। পরে ট্রেনে কর্তব্যরত লাকসাম রেলওয়ে থানার পুলিশ পার্টি তাকে উদ্ধার করে। ট্রেনটি দুপুরের দিকে আখাউড়া স্টেশনে পৌঁছলে আব্দুল আলীমকে তারা আখাউড়া রেলওয়ে থানা পুলিশ পার্টির কাছে বুঝিয়ে দেয়। সেখান থেকে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম মোস্তফা বলেন, দুপুরের দিকে দু’জন রেলওয়ে পুলিশ অচেতন এক ব্যক্তিকে আমাদের এখানে নিয়ে আসে। এসময় রোগী কোনো কিছুই বলতে পারছিল না। আমরা ধারণা করছি অজ্ঞান পার্টি খাদ্যের সাথে বিষ জাতীয় কিছু একটা খাইয়ে তাকে অচেতন করে। রোগীকে ভর্তি করিয়ে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। আখাউড়া রেলওযে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলিম শিকদার বলেন, ট্রেন থেকে উদ্ধার হওয়া অজ্ঞান ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত জ্ঞান ফিরে আসে নি। জ্ঞান ফিরলে বিস্তারিত বলা যাবে।
কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫