বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু গত সাত দিন যাবত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন ইউনিট বন্ধ লোডশেডিংগে ১৬ জেলা হাসিনা পালিয়ে যাননি, যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী রিশাদের জোড়া আঘাত, হারের খুব কাছে উইন্ডিজ অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হলে ভোট নিয়ে প্রশ্ন উঠবে ৪ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা যুদ্ধ বন্ধে চীনা প্রেসিডেন্ট পুতিনকে প্রভাবিত করতে পারেন: ট্রাম্প যুদ্ধ বন্ধে চীনা প্রেসিডেন্ট পুতিনকে প্রভাবিত করতে পারেন: ট্রাম্প বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত

‘শনিবার বিকেল’র নিঃশর্ত মুক্তি চেয়ে শতাধিক সংস্কৃতিকর্মীর বিবৃতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক  : সেন্সরে বছরের পর বছর থেকে পড়ে আছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ ছবিটি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শতাধিক সংস্কৃতিকর্মী। বিবৃতিতে বলা হয়েছে, আমরা লক্ষ্য করছি, সিনেমা-নাটক-সংগীত, শিল্প সংস্কৃতির এমন নানা ক্ষেত্রে, নানা সময় হাজির করা হচ্ছে বহুমুখী বাধা, যা আমাদের উদ্বিগ্ন করছে। এ উদ্বেগ আরো বাড়ে যখন দেখি, আমাদের বন্ধু সুহৃদ চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র “শনিবার বিকেল” -কে বিনা কারণে সাড়ে তিন বছরের বেশি সময় সেন্সর বোর্ডে আটকে থাকে।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আমরা জানতে পেরেছি ১৭ তারিখ এই বিষয়ে আপিল কমিটির একটি সভা আহবান করা হয়েছে। এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ এবং সুধীজনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন, “শনিবার বিকেল” নামের সিনেমাটি বিগত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে সেন্সরবোর্ডে আটকা পড়ে আছে। আমাদের মধ্যে অনেকেই ছবিটি দেখেছি এবং বুঝতে অপারগ হচ্ছি কেনো এই ছবিটির সঙ্গে এরকম আচরণ করা হচ্ছে। আমরা তাই ছবিটির নির্মাতার হতাশা ও মর্মবেদনা অনুভব করতে পারছি। সারা পৃথিবীতে যখন সেন্সরের ধারণাটি একটি বাতিলযোগ্য পুরানো ধ্যান ধারনা হিসেবে আলোচিত হচ্ছে, ঠিক তখনই আমরা সেন্সর, দীর্ঘসূত্রিতা এবং অজানা কোনো কারণে সময়ের একজন খ্যাতিমান চলচ্চিত্রকারের কাজ আটকে রেখেছি। এ দেশের নাগরিক ও শিল্পী সমাজের প্রতিনিধি হিসেবে আমরা বলতে চাই, আমাদের প্রজ্ঞা ও বিবেচনায় এই দীর্ঘসূত্রিতা আমাদের ব্যথিত ও ক্ষুব্ধ করে এবং সকল কর্তৃপক্ষের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মুহূর্তে “শনিবার বিকেল” শুধু একটি চলচ্চিত্র আটকে রাখার বিষয় নয়। এটি সামগ্রিকভাবে দেশীয় ও বৈশ্বিক প্রেক্ষিতকে অনুধাবন করতে না পারার বাস্তবতা; রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির অচলায়নতা এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাও নির্দেশ করে, যা কাম্য নয়। কর্তৃপক্ষের এধরনের বিরূপ আচরণ আমাদেরকে ব্যথিত করে। আমরা যেন ভুলে না যাই, ভাষাভিত্তিক জাগরণে বাংলা নামে যে দেশ ৫০ বছর আগে তৈরি করেছি তার মৌল চেতনা যেকোনো কিছুকে আটকে দেয়ার পরিপন্থী। উন্নয়নশীল বাংলাদেশের প্রেক্ষিতে চলচ্চিত্রসহ যেকোনো শিল্প মাধ্যম যখন প্রতিনিয়ত অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে “শনিবার বিকেল” সিনেমাটি পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং পুরষ্কৃত হচ্ছে। সিনেমাটির সাথে নিজ দেশে এই অন্যায্য আচরণে মনে হয়, সম্ভবত আমরা এই দেশে ৩য় শ্রেণির নাগরিক হিসেবে বাস করছি। আপনাদের বোধ এবং প্রজ্ঞার উপর আমরা এখনো বিশ্বাস, আস্থা হারাইনি। আমাদের কাজ রাজপথে সংগ্রাম করা নয়, বরং একটি প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে শিল্প ও শিল্পীর ভূমিকাকে জারি রাখা। আমরা “শনিবার বিকেল” এর নিঃশর্ত মুক্তি কামনা করি। আপনাদের সংবেদন ও জলতরঙ্গ দীর্ঘজীবী হোক।

বিবৃতি প্রেরণ করেছেন নাসির উদ্দিন ইউসুফ (নাট্য নির্দেশক ও চলচ্চিত্র পরিচালক। বিবৃতি দাতাদের মধ্যে আছেন ১. মামুনুর রশীদ,  সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ২. সৈয়দ সালাউদ্দিন জাকি, পরিচালক ৩. রাইসুল ইসলাম আসাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ৪. সারা যাকের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ৫. সৈয়দ জামিল আহমেদ, থিয়েটার ব্যক্তিত্ব ৬. শিমূল ইউসুফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ৭. আফজাল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ৮. ছটকু আহমেদ, সহ সভাপতি; বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ৯. মোরশেদুল ইসলাম, পরিচালক ১০. তারিক আনাম খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব  ১১. ঢালী আল মামুন, চিত্রশিল্পী ১২. শামীম আখতার ১৩. মুনিরা মোরশেদ মুন্নী ১৪. মুনেম ওয়াসিফ ১৫. আনিসুল হক, ঔপন্যাসিক এবং সাংবাদিক ১৬. শহীদুজ্জামান সেলিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ১৭. ফজলুর রহমান বাবু, অভিনয় শিল্পী ১৮. জাহিদ হাসান, অভিনয় শিল্পী১৯. তৌকির আহমেদ, অভিনয় শিল্পী ২০. ক্যাথরিন মাসুদ, পরিচালক ২১. সৈয়দ গাউসুল আলম, প্রযোজক ২২. গিয়াস উদ্দিন সেলিম, পরিচালক  ২৩. জাহিদুর রহিম অন্জন, চলচ্চিত্রকার ২৪. নুরুল আলম আতিক, পরিচালক ২৫. ত্রপা মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ২৬. স্থপতি এনামূল করিম নির্ঝর,  পরিচালক ২৭. গোলাম রাব্বানী বিপ্লব, পরিচালক ২৯. পিপলু আর খান, পরিচালক ৩০. অমিতাভ রেজা চৌধুরী, পরিচালক ৩১. নূর সাফা জুলহাজ, সাংবাদিক ৩২. মুশফিকুর রহমান, প্রযোজক ৩৩. আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, পরিচালক ৩৪. কামার আহমেদ সায়মন, পরিচালক ৩৫. সারা আফরিন ৩৬. রুবাইয়াত হোসেন, পরিচালক ৩৭. শিহাব শাহিন, পরিচালক ৩৮. জসিম আহমেদ, পরিচালক ৩৯. গোলাম হায়দার কিসলু, পরিচালক ৪০. মহসিনা আখতার, থিয়েটার প্র‍্যাক্টিশনার- স্পর্ধা ৪১. শাহিন সুমন, সাধারণ সম্পাদক; বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ৪২. আহসান হাবীব নাসিম, সভাপতি- অভিনয় শিল্পী সংঘ ৪৩. রওনক হাসান, সাধারণ সম্পাদক – অভিনয় শিল্পী সংঘ ৪৪. চঞ্চল চৌধুরী, অভিনয় শিল্পী ৪৫. জয়া আহসান, অভিনয় শিল্পী ৪৬. অপি করিম, অভিনয় শিল্পী ৪৭. আনুশেহ আনাদিল, সঙ্গীত শিল্পী ৪৮. ইন্তেখাব দিনার, অভিনয় শিল্পী ৪৯. ওয়াহিদ তারেক, পরিচালক ৫০. মেজবাউর রহমান সুমন, পরিচালক ৫১. শিবু কুমার শীল, সঙ্গীত শিল্পী ৫২. মাসুদ হাসান উজ্জ্বল, পরিচালক ৫৩. কামরুল হাসান খসরু, চিত্রগ্রাহক ৫৪. কচি খন্দকার, পরিচালক ৫৫. এন রাশেদ চৌধুরী – চলচ্চিত্রকার ৫৬. জহিরুল  ইসলাম কচি -সভাপতি, শর্ট ফিল্ম ফোরাম ৫৭. রাকিবুর রহমান- সাধারণ  সম্পাদক, শর্ট ফিল্ম ফোরাম ৫৮. তারেক আহমেদ, ডকল্যাব বাংলাদেশ ৫৯. সৈয়দ ইমরান হোসেন কিরমানি, ডকল্যাব বাংলাদেশ ৬০. গোলাম মাওলা নবীর , চিত্রগ্রাহক  ৬১. শেখ রাজিবুল ইসলাম, চিত্রগ্রাহক ৬২. বরকত হোসেন পলাশ, চিত্রগ্রাহক ৬৩. তাহসিন রহমান, চিত্রগ্রাহক ৬৪. রিপন নাথ, সাউন্ড ইঞ্জিনিয়ার  ৬৫. জাকিয়া বারী মম, অভিনয় শিল্পী ৬৬. নুসরাত ইমরোজ তিশা, অভিনয় শিল্পী  ৬৭. আজমেরী হক বাঁধন, অভিনয় শিল্পী ৬৮. সুষমা সরকার, অভিনয় শিল্পী ৬৯. ইরেশ যাকের, প্রযোজক  ৭০. আশুতোষ সুজন, পরিচালক ৭১. শরাফ আহমেদ জীবন, পরিচালক ৭২. আশফাক নিপুন, পরিচালক ৭৩. রেদোয়ান রনি, পরিচালক ৭৪. ইফতেখার আহমেদ ফাহমি, পরিচালক  ৭৫. তানিম নুর, পরিচালক ৭৬. মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, পরিচালক ৭৭. মাহমুদুল ইসলাম, পরিচালক  ৭৮. হুমায়ারা বিলকিস, পরিচালক  ৭৯. কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, পরিচালক ৮০. আদনান আল রাজীব, পরিচালক ৮১. আবু শাহেদ ইমন, পরিচালক ৮২. বিজন ইমতিয়াজ, পরিচালক ৮৩. আরিফুর রহমান, পরিচালক ৮৪. রায়হান রাফি, পরিচালক  ৮৫. নুহাশ হুমায়ুন, পরিচালক ৮৬. সৈয়দ শাওকি, পরিচালক ৮৭. সালেহ সোবহান অনিম, পরিচালক ৮৮. বেলায়েত হোসেন মামুন, চলচ্চিত্র সংগঠক  ৮৯. সরদার সানিয়াত হোসেন, প্রযোজক ৯০. অনম বিশ্বাস, পরিচালক ৯১. এশা ইউসুফ, প্রযোজক ৯২. মীম রশিদ, প্রযোজক  ৯৩. ইশতিয়াক আহমেদ রুমেল, পরিচালক ৯৪. গোলাম কিবরিয়া ফারুকী, পরিচালক ৯৫. মিলন ভট্টাচার্য, পরিচালক ৯৬. দিলশাদ শিমুল, পরিচালক ৯৭. আফজাল হোসেন মুন্না, পরিচালক ৯৮. মুসাফির সৈয়দ, পরিচালক    ৯৯. গোলাম মুক্তাদির শান, পরিচালক  ১০০. ইমরাউল রাফাত, পরিচালক ১০১. ইমেল হক, পরিচালক ১০২. আর বি প্রীতম, পরিচালক ১০৩. তানিম পারভেজ, পরিচালক ১০৪. মাবরুর রশীদ বান্নাহ, পরিচালক ১০৫. আতিক জামান, পরিচালক  ১০৬. জয়ন্ত রোজারিও, পরিচালক ১০৭. পল্লব বিশ্বাস, পরিচালক ১০৮. পিকলু চৌধুরী, পরিচালক ১০৯. নিয়ামুল মুক্তা, পরিচালক ১১০. শহিদ উন নবী, পরিচালক ১১১. হাসান মোরশেদ, পরিচালক ১১২. এবি রোকন, পরিচালক ১১৩. রুবায়েত মাহমুদ, পরিচালক ১১৪. মাজেদুল হক রানা, পরিচালক ১১৫. সেতু আরিফ, পরিচালক  ১১৬. আরিক আনাম খান, পরিচালক ১১৭. কাজল আরেফিন অমি, পরিচালক ১১৮. আহমেদ হাসান সানি, সঙ্গীত শিল্পী এবং পরিচালক ১১৯. সামিউর রহমান, পরিচালক ১২০. মমিন বিশ্বাস, পরিচালক ১২১. নাজমুল নবীন, পরিচালক ১২২. ফাহাদ খান, পরিচালক ১২৩. আব্দুল্লাহ মুক্তাদির, পরিচালক ১২৪. মাহমুদুল হাসান আদনান, পরিচালক ১২৫. শিহাব নুরুন নবী, আর্ট ডিরেক্টর ১২৬. তারেক বাবলু, আর্ট ডিরেক্টর ১২৭. শহীদুল ইসলাম, আর্ট ডিরেক্টর ১২৮. ফারজানা সান, কস্টিউম ডিজাইনার ১২৯. ইদিলা ফরিদ তুরিন, কস্টিউম ডিজাইনার।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit