আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আজ ২২ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে এসোসিয়েশনের সভাপতি পদে মোঃ কামরুল হাসান, উপ-মহাব্যবস্থাপক (পে-রোল এন্ড বিল) ও সাধারণ সম্পাদক পদে মোঃ শাফায়েত আলী মিয়া, ব্যবস্থাপক (ডিএলও) নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তালেব ফরাজী এবং কোম্পানির মহাব্যবস্থাপক বিজয়ী প্রার্থীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় কোম্পানির উর্ধতন কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:০০