আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ শৃঙ্খলা,নিরাপত্তা, প্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন দেশ ও জাতির কল্যায়ণে। অক্টোবর/২০২২খ্রিঃ মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এস.আই হিসেবে মনোনীত হয়েছেন শ্রীমঙ্গল থানার এস.আই রাকিব হাছান।রবিবার (৬ নভেম্বর) ২০২২ খ্রিঃ দুপুরে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে জেলার শ্রেষ্ঠ এস,আই মনোনীত হওয়া শ্রীমঙ্গল থানার এস.আই জনাব রাকিব হাছান কে সম্মাননা স্মারক প্রদান করেন মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব, মো:জাকারিয়া।
মাননীয় পুলিশ সুপার মো,জাকারিয়া ধন্যবাদ জ্ঞাপন প্রসঙ্গে বলেন,পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে অক্টোবর/২০২২খ্রিঃ মাসে আপনি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এস,আই নির্বাচিত হওয়ায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আপনার অনুরূপ দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আমার বিশ্বাস।শ্রীমঙ্গল থানার এস.আই রাকিব হাছান জানান,এ গৌরব শুধু তার নয়, এটি থানার অফিসার ইনচার্জ স্যার,ওসি (তদন্ত) ও ওসি অপারেশন স্যার সহ প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এ গৌরব অর্জন করেছেন। এ পুরষ্কার তিনি প্রত্যেক পুলিশ সদস্যদের উৎসর্গ করেছেন।
কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৬